কিশোরগঞ্জ, ৮ জুলাই, ২০২৫ (বাসস): কিশোরগঞ্জের হোসেনপুরে বেদে পল্লীতে অভিযান চালিয়ে অর্ধশতাধিক টিয়াপাখি উদ্ধার ও অবমুক্ত করেছে উপজেলা প্রশাসন। একইসঙ্গে পাখি শিকারে ব্যবহৃত বিভিন্ন ফাঁদ ও উপকরণ আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
মঙ্গলবার (৮ জুলাই) সকালে উপজেলার আড়াইবাড়িয়া ইউনিয়নের জামাইল এলাকার বেদে পল্লীতে এই অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ উজ্জ্বল হোসাইনের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে বেদে সম্প্রদায়ের কিছু লোকের টিয়াপাখি শিকারের গোপন কর্মকাণ্ডের তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। তবে অভিযান টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যায়। অভিযানে জব্দ করা হয় পাখি শিকারে ব্যবহৃত জাল, আঠা, বাঁশের লাঠি, দড়ি, শুঁটকি মাছসহ নানা সামগ্রী। পরে এগুলো জনসমক্ষে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভার উদ্ধারকৃত টিয়াপাখিগুলো আকাশে উড়িয়ে অবমুক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফরিদ আল সোহান, হোসেনপুর থানার পরিদর্শক (তদন্ত) লিমন বোসসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভার বলেন, ‘বন্যপ্রাণী সংরক্ষণ আইনে যেকোনো ধরনের পাখি শিকার, বিক্রি বা আটকে রাখা শাস্তিযোগ্য অপরাধ।
পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।’