জুলাই উইমেনস ডের মধ্যে দিয়ে পুনর্জাগরণ অনুষ্ঠান উদ্‌যাপন শুরু হচ্ছে: সংস্কৃতি উপদেষ্টা

বাসস
প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ১৮:২০ আপডেট: : ১৪ জুলাই ২০২৫, ২০:৪৩
‘জুলাই গণ-অভ্যুত্থান পুনর্জাগরণ অনুষ্ঠানমালা’ নিয়ে আজ সোমবার গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা বলেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। ছবি: বাসস

ঢাকা, ১৪ জুলাই, ২০২৫ (বাসস): জুলাই উইমেনস ডে উদ্‌যাপনের মধ্যে দিয়ে আজ ১৪ জুলাই থেকে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা উদযাপনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। 

তিনি বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালেয়ের ছাত্রীরা গতবছরের এই দিনে হল থেকে রাস্তায় নেমে তৎকালীন সরকারের একটা প্রিয় বয়ানকে ভেঙ্গে দেয়, তাদের সেই ভূমিকাকে সম্মান জানাতে আজ থেকে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার ফিজিক্যাল অনুষ্ঠান শুরু হচ্ছে।

জুলাই আন্দোলনে নারীদের ভূমিকা স্মরণ করে আজ ১৪ জুলাই ‘জুলাই উইমেন্স ডে’ উদ্‌যাপন করা হচ্ছে। আজ সোমবার গণভবনে এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমিন এস মুরশিদ, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।

গত বছরের ১৪ জুলাই এক সংবাদ সম্মেলনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈষম্যবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের রাজাকারের নাতি-পুতি বলে গালি দেয়। এরপর ওইদিন রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা এর প্রতিবাদে রাস্তায় নেমে আসে। পরে তীব্র আন্দোলনের মুখে ওইবছর ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়।

উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার যে সব ফিজিক্যাল অনুষ্ঠান রয়েছে, তা তুলে ধরেন।

তিনি জানান, জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিকে পুনর্জাগরণে আজ কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজন করা হয়েছে এক ব্যতিক্রমধর্মী সাংস্কৃতিক সন্ধ্যা। সন্ধ্যা ৬টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হবে। সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর শিল্পীরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থীরা এবং জনপ্রিয় কণ্ঠশিল্পী সায়ান। এছাড়া সায়ানের কণ্ঠে শোনা যাবে ‘আমিই বাংলাদেশ’, ‘জয় বাংলার’, ‘হুঁশিয়ারি’, ‘তাজ্জব বনে যাই’, ‘আমার নাম প্যালেস্টাইন’ এবং ‘আমি জুলাইয়ের গল্প বলবো’ গানগুলো।

পরবর্তীতে সন্ধ্যা সাড়ে ৬টায় প্রদর্শিত হবে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় প্রযোজিত একটি তথ্যচিত্র। এরপর দেখানো হবে দুটি চলচ্চিত্র— ‘দীপক কুমার গোস্বামী স্পিকিং’ ও ‘জুলাই বিষাদ সিন্ধু’। রাত সাড়ে ৭ টায় বক্তব্য রাখবেন জুলাই আন্দোলনের ৫ জন সক্রিয় অংশগ্রহণকারী এবং শহীদ পরিবারের ৩ জন সদস্য।

রাত ৮টা থেকে শুরু হবে গান ও স্লোগানে আবৃত এক আবেগঘন পরিবেশনা। মঞ্চে উঠবেন ব্যান্ডদল ইলা লা লা। তারা পরিবেশন করবেন ‘সংগতি’, ‘অচিরজীবীর প্রার্থনা’, ‘বাঘের গান’ ও ‘নীল নির্বাসন’। এরপর স্লোগান গার্লরা মঞ্চে উঠে জানাবেন তাদের প্রতিবাদের ভাষা। 

তাদের পর গাইবেন ব্যান্ড এফ মাইনর, পরিবেশন করবেন ‘আলো আসবেই’, ‘মুক্তি’, ‘ডাহুক’ ও ‘মেয়ে’। আবারও স্লোগান শেষে মঞ্চে আসবেন কণ্ঠশিল্পী পারসা মাহজাবীন, যাঁর কণ্ঠে বাজবে ‘চলো ভুলে যাই’,‘মুক্তির মন্দির’ ও ‘মোরা ঝঞ্ঝার মত উদ্দাম’। 

সবশেষে শিল্পী এলিটা করিম পরিবেশন করবেন ‘আমি বাংলায় গান গাই’, ‘ধন ধান্য পুষ্প ভরা’, ‘পলাশীর প্রান্তর’, ‘ঘুরে দাঁড়াও’ ও ‘বাংলাদেশ’ গানগুলো।

এছাড়া রাত ১০টায় দর্শকদের জন্য অপেক্ষা করছে অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ—মিউজিক্যাল ড্রোন শো। বাংলাদেশ ও চীনের যৌথ উদ্যোগে আয়োজিত এই শো-তে আকাশে উড়বে ২০০০ ড্রোন। তুলে ধরা হবে বাংলাদেশের ‘জুলাই অভ্যুত্থান’-এর ইতিহাস, বিশেষ করে ১৪ জুলাই ঢাবির হল থেকে মেয়েদের ঝাঁপিয়ে পড়া আন্দোলনের সেই স্মরণীয় মুহূর্ত। দুই ধাপে সাজানো এই শো-তে প্রথমে দেখা যাবে বাংলাদেশ কীভাবে জুলাই পর্যন্ত পৌঁছায়, এবং দ্বিতীয় ধাপে ফুটে উঠবে গণঅভ্যুত্থানের দিনটির চিত্র।

মোস্তফা সরয়ার ফারুকী জানান, আগামী ১৬ জুলাই-জুলাই শহীদ দিবসে চট্টগ্রাম ও রংপুরে আলাদা অনুষ্ঠানমালা রয়েছে। এছাড়া তিনি বলেন, ১৮ জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস এবং ২১ জুলাই মাদ্রাসা প্রতিরোধ দিবসে বড় ইভেন্টের আয়োজন করা হয়েছে।

আজ থেকে ৬৪ জেলায় জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণ শুরু হচ্ছে জানিয়ে সংস্কৃতি উপদেষ্টা বলেন, এ উপলক্ষে নারায়ণগঞ্জে স্মৃতিস্তম্ভ স্থাপনে পাঁচজন উপদেষ্টা সেখানে গেছেন। স্মৃতিস্তম্ভ নির্মাণ আগামী ৪ আগস্ট শেষ হবে।

এ সময় মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, জুলাই অভ্যুত্থানে ছেলেরা যখন আক্রান্ত হচ্ছিলেন, মেয়েরা এগিয়ে এসে তাঁদের রক্ষা করেছেন। জুলাই আন্দোলনটা ভাবনা তৈরি করেছে, কীভাবে সম্মিলিত শক্তি বিকাশ ঘটাতে পারে, সমাজ পরিবর্তন করতে পারে। এ শক্তিকে বাঁচিয়ে রাখতে হবে।

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় প্রত্যেক নারী যোদ্ধাকে খুঁজে বের করার উদ্যোগ নিয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, নারীরা ‘সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন। প্রথমে তাঁদের খুঁজে বের করে কাউন্সেলিং করা হবে। পরবর্তী সময়ে তাঁদের কীর্তি সংরক্ষণ করা হবে।

মুখ লুকিয়ে ফেলা নারী যোদ্ধাদের খুঁজে বের করার উদ্যোগ নিতে এত সময় লাগল কেন, এক সাংবাদিকদের এ প্রশ্নে শারমীন মুরশিদ বলেন, ‘এ বিষয়গুলো আমাদের গোচরে আসতে সময় লেগেছে। আমরা তাদের কাছে যথাযথ সময় পৌঁছাতে পারিনি। তবে দেরিতে হলেও ১০০ জন নারীকে দায়িত্ব দেওয়া হয়েছে জুলাই আন্দোলনের সময় সম্পৃক্ত নারীদের খুঁজে বের করতে।’

পরে গণভবনের চারপাশ ও জাদুঘর নির্মাণের বিষয়টি সাংবাদিকদের দেখানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও দক্ষতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ আইজিপির
ময়নামতি ওয়ার সিমেট্রিতে নিহত সৈনিকদের সমাধিতে কুটনৈতিকদের শ্রদ্ধাঞ্জলি
তারেক রহমানের সঙ্গে ভার্চুয়ালি সাক্ষাৎ : চব্বিশের শহীদ পরিবার বিএনপি’র সঙ্গে কাজ করবে
ভাতা ও শিক্ষা উপবৃত্তির অনলাইন আবেদনের সময় বাড়ল
অগণতান্ত্রিক পদ্ধতিতে রাজপথ আর উত্তপ্ত হতে দেব না : সালাহউদ্দিন আহমেদ
মানুষকে ঐক্যবদ্ধ করার অন্যতম মাধ্যম হচ্ছে খেলাধুলা : হাসনাত আব্দুল্লাহ
৭ নভেম্বর শুরু হওয়া দলকে সংস্কার শেখাতে হবে না : মওদুদ হোসেন আলমগীর পাভেল
রাজশাহীতে আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
আল্লামা ইকবালের ১৪৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ঢাবি ও প্রেসক্লাবে সেমিনার
সাংবাদিকদের দলবাজি ত্যাগ করে পেশাদারিত্ব সমুন্নত রাখতে হবে : এম আবদুল্লাহ
১০