উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত : জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক স্থগিত

বাসস
প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ১৭:১৮ আপডেট: : ২১ জুলাই ২০২৫, ১৮:৪৬

ঢাকা, ২১ জুলাই, ২০২৫ (বাসস): রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজের একটি ভবনে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ায় আজকের বৈঠকে স্থগিত ঘোষণা করেছে জাতীয় ঐকমত্য কমিশন।

আজ ৩টা ৪৫ মিনিটে রাজধানীর দোয়েল হলে জরুরি ভিত্তিতে সাংবাদিকদের সঙ্গে একটি সংক্ষিপ্ত ব্রিফিংয়ে এ ঘোষণা দেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ।

এ সময় তিনি হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের পাশে দাঁড়াতে সবার প্রতি আহ্বান জানান।

এ দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

কমিশন জানায়, পরবর্তী পরিস্থিতি বিবেচনায় আগামীকাল বৈঠক হবে কিনা তা জানিয়ে দেয়া হবে।

উল্লেখ্য, আজ দুপুর দুপুর ১টা ১৮ মিনিটে রাজধানীর উত্তরায় দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের নিকটে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়।

হতাহতদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ।

এদিকে এ ঘটনায় একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তারা আরো জানায়, আহত চারজনকে বিমান বাহিনীর হেলিকপ্টারে করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে।

এ মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করে আগামীকাল (মঙ্গলবার) রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাতক্ষীরায় হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরত 
রাজবাড়ীতে মাইক্রোবাস চাপায় একব্যক্তি নিহত 
ফরিদপুরে বিশ্ব মান দিবস পালিত
চট্টগ্রাম বন্দরে মধ্যরাতে কার্যকর হল বর্ধিত ট্যারিফ
রাউজানের শীর্ষ সন্ত্রাসী কল্যাণ বড়ুয়া গ্রেপ্তার
উপকূলে জীবনমান উন্নয়নে শৈবাল চাষ বিষয়ক কর্মশালা
কিউবায় ৭০০ রাজনৈতিক বন্দীর ‘অবিলম্বে মুক্তি’ দাবি রুবিওর
কুমিল্লায় বিশ্ব মান দিবস পালিত
কুমিল্লায় সবজির চারা উৎপাদনে সাড়া জাগিয়েছে সমেষপুর
প্রতীক তালিকায় শাপলা না থাকায় এনসিপিকে বরাদ্দ দেওয়া যায়নি : ইসি সচিব
১০