চলতি মাসেই খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে: ইসি সচিব

বাসস
প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ১৮:০৩
সােমবার ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের ব্রিফ করেন । ছবি : সংগৃহীত

ঢাকা, ২১ জুলাই, ২০২৫ (বাসস) : নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, ভোটার তালিকায় এবার ৪৪ লাখ ৬৬ হাজার নতুন ভোটার যুক্ত হয়েছে। আমরা চলতি মাসেই খসড়া ভোটার তালিকা প্রকাশ করব।

আজ সোমবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। 
খসড়া ভোটার তালিকা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, খসড়া ভোটার তালিকায় ৪৪ লাখ ৬৬ হাজার নতুন ভোটার যুক্ত হয়েছে। সেটা আমরা প্রকাশ করব। 

চলতি মাসে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে কি না- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, চলতি মাসে অবশ্যই তালিকা প্রকাশ করতে হবে। এরপর ভোটার তালিকার উপর আপত্তি এবং সংশোধনের বিষয় থাকতে পারে।

অপর এক প্রশ্নে জবাবে ইসি সচিব বলেন, ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগের বিষয়ে এখনো কমিশনে আলোচনা করা হয়নি।

আখতার আহমেদ বলেন, ‘সীমানা নির্ধারণ সংক্রান্ত বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আশা করছি, কাল-পরশুর মধ্যে এটি সম্পন্ন হবে। তাহলে আমরা পরবর্তী কমিশন বৈঠকে তা উপস্থাপন করতে পারব।

এনআইডি বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এনআইডি সংশোধন কখনো শূণ্যে আসবে বলে আমি মনে করি না। বিগত ৩১ মে পর্যন্ত যতগুলো আবেদন পেন্ডিং আবেদন আছে সেগুলো আগস্ট মাসের মধ্যে শেষ করব। এই সংখ্যা ২৫ থেকে ২৬ হাজার হবে। তিনি আরো বলেন, একজন মোট ছয়বার এনআইডি সংশোধনের আবেদন করতে পারে।

এর আগে গত ১০ জুলাই অষ্টম কমিশন সভা শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আবুল ফজল মোঃ সানাউল্লাহ জানিয়েছিলেন, সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। আশা করি, আগামী সপ্তাহে সম্পূরক খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান তিন দিনের জন্য স্থগিত 
ওই সময়ে শিক্ষার্থীরা ক্লাস ছুটি শেষে মাত্র বের হচ্ছিল : শিক্ষা উপদেষ্টা 
আদালত অবমাননা হয়, এমন কিছু লেখা যাবে না: আজিজ আহমদ ভূঞা
শিশুদের শরীর এতটাই পুড়েছে যে, ক্যানোলা বসানোও সম্ভব হয়নি : ডা. আনারুল
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পোপ
ইউক্রেনের সঙ্গে আলোচনার তারিখ নির্ধারণে কাজ চলছে : ক্রেমলিন
পাইলট তৌকিরের মৃত্যুতে রাজশাহীতে শোকের ছায়া : মা-বাবা ঢাকায়
মাইলস্টোন ট্রাজেডি: আহতদের চিকিৎসায় বিএমইউয়ে ল্যাবরেটরি ও ইমার্জেন্সি সার্জারি ২৪ ঘণ্টা খোলা, প্রস্তুত আইসিইউ
বিমান দুর্ঘটনায় হতাহতদের জন্য দেশের সকল মসজিদে বিশেষ দোয়া আগামীকাল
চীনা জলবিদ্যুৎ প্রকল্প ভাটির দেশগুলোকে প্রভাবিত করবে না: রাষ্ট্রদূত
১০