চলতি মাসেই খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে: ইসি সচিব

বাসস
প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ১৮:০৩
সােমবার ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের ব্রিফ করেন । ছবি : সংগৃহীত

ঢাকা, ২১ জুলাই, ২০২৫ (বাসস) : নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, ভোটার তালিকায় এবার ৪৪ লাখ ৬৬ হাজার নতুন ভোটার যুক্ত হয়েছে। আমরা চলতি মাসেই খসড়া ভোটার তালিকা প্রকাশ করব।

আজ সোমবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। 
খসড়া ভোটার তালিকা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, খসড়া ভোটার তালিকায় ৪৪ লাখ ৬৬ হাজার নতুন ভোটার যুক্ত হয়েছে। সেটা আমরা প্রকাশ করব। 

চলতি মাসে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে কি না- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, চলতি মাসে অবশ্যই তালিকা প্রকাশ করতে হবে। এরপর ভোটার তালিকার উপর আপত্তি এবং সংশোধনের বিষয় থাকতে পারে।

অপর এক প্রশ্নে জবাবে ইসি সচিব বলেন, ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগের বিষয়ে এখনো কমিশনে আলোচনা করা হয়নি।

আখতার আহমেদ বলেন, ‘সীমানা নির্ধারণ সংক্রান্ত বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আশা করছি, কাল-পরশুর মধ্যে এটি সম্পন্ন হবে। তাহলে আমরা পরবর্তী কমিশন বৈঠকে তা উপস্থাপন করতে পারব।

এনআইডি বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এনআইডি সংশোধন কখনো শূণ্যে আসবে বলে আমি মনে করি না। বিগত ৩১ মে পর্যন্ত যতগুলো আবেদন পেন্ডিং আবেদন আছে সেগুলো আগস্ট মাসের মধ্যে শেষ করব। এই সংখ্যা ২৫ থেকে ২৬ হাজার হবে। তিনি আরো বলেন, একজন মোট ছয়বার এনআইডি সংশোধনের আবেদন করতে পারে।

এর আগে গত ১০ জুলাই অষ্টম কমিশন সভা শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আবুল ফজল মোঃ সানাউল্লাহ জানিয়েছিলেন, সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। আশা করি, আগামী সপ্তাহে সম্পূরক খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রধান উপদেষ্টার সঙ্গে সানওয়ে গ্রুপের চেয়ারম্যানের সাক্ষাৎ
বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম উত্তরা থেকে গ্রেফতার
বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকীতে দেশব্যাপী দোয়া শুক্রবার
ভোলাগঞ্জে অবৈধ পাথর উত্তোলনের ঘটনায় দুদকের অভিযান
‘জিন্দা লাশ হয়ে বেঁচে আছি, ছেলে হত্যার বিচার চাই’ : ট্রাইব্যুনালে সাক্ষ্য
দক্ষিণ কোরিয়ার সাবেক ফার্স্ট লেডি কিম গ্রেপ্তার
রাঙ্গামাটিতে জন্ম নিবন্ধন বিষয়ক সভা
গোপালগঞ্জে এনসিপি’র কর্মসূচিকে ঘিরে সহিংসতার ঘটনায় তদন্ত শুরু
ডাকসু’র সাবেক ভিপি মাহফুজা খানমের কফিনে শ্রদ্ধা নিবেদন, ঢাবি উপাচার্যের শোক
ডিজিটাল মাধ্যমে সক্রিয় থেকে অপতথ্যের মোকাবিলা করুন : তথ্য সচিব
১০