উত্তরার বিমান বিধ্বস্তের ঘটনায় তারেক রহমানের শোক

বাসস
প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ১৮:২৮

ঢাকা, ২১ জুলাই, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত ও হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম তার ভেরিফায়েড ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি আজ এই শোকবার্তা দেন।

তারেক রহমান লিখেন, মাইলস্টোন কলেজের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আমরা মর্মাহত। আমরা চাই যে, কোনো শিক্ষার্থীকে তাদের শিক্ষা, বৃদ্ধি ও সুস্বাস্থ্যের স্বার্থে প্রতিষ্ঠানগুলোতে যাতে এই ধরনের আতঙ্কের মুখোমুখি হতে না হয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, হৃদয়বিদারক এ মর্মান্তিক ঘটনায় আমার আন্তরিক প্রার্থনা শোকসন্তপ্ত তরুণদের আত্মার সঙ্গে রয়েছে এবং আমি বিএনপির নেতা, কর্মী ও পেশাদারদের ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। ঐক্যবদ্ধ জাতি হিসেবে আমাদের একসঙ্গে এ পরিস্থিতি মোকাবিলা করতে হবে।

আজ বেলা সোয়া একটায় উত্তরার মাইলস্টোন স্কুলের ভবনে বিমানবাহিনীর একটি দিান আছড়ে পড়ে বিধ্বস্ত হয়। ওই সময় সেখানে স্কুলটির শিক্ষার্থীদের ক্লাস চলছিল।

এ ঘটনায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ৬৫ জনকে ভর্তির তথ্য এবং ১৬৪ জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ট্রাম্পকে ছাড়াই জলবায়ু সম্মেলনের মঞ্চে মার্কিন নেতারা
মাদকের চালান ধরিয়ে দেওয়ায় চট্টগ্রামে তারেক হত্যা: এক বছর পর খুলল জট
বাংলাদেশ থেকে উচ্চমূল্যের ফ্যাশনেবল পোশাক আমদানিতে আগ্রহী জাপানি ক্রেতারা
ডিএসইতে আজ লেনদেন ও সূচকে ইতিবাচক প্রবণতা
দিল্লির লালকেল্লার কাছে বিস্ফোরণের ঘটনায় শোক প্রকাশ করেছে বাংলাদেশ মিশন 
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পিরোজপুরে কৃষকদলের আলোচনা সভা
কোনো অজুহাতে লবণ আমদানি করতে দেয়া হবে না: শিল্পসচিব
ভোটকেন্দ্রের নিরাপত্তায় ৪০ হাজার বডি ক্যামেরা কেনার প্রক্রিয়া শেষ পর্যায়ে
সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯১২
১০