উত্তরার বিমান বিধ্বস্তের ঘটনায় তারেক রহমানের শোক

বাসস
প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ১৮:২৮

ঢাকা, ২১ জুলাই, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত ও হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম তার ভেরিফায়েড ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি আজ এই শোকবার্তা দেন।

তারেক রহমান লিখেন, মাইলস্টোন কলেজের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আমরা মর্মাহত। আমরা চাই যে, কোনো শিক্ষার্থীকে তাদের শিক্ষা, বৃদ্ধি ও সুস্বাস্থ্যের স্বার্থে প্রতিষ্ঠানগুলোতে যাতে এই ধরনের আতঙ্কের মুখোমুখি হতে না হয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, হৃদয়বিদারক এ মর্মান্তিক ঘটনায় আমার আন্তরিক প্রার্থনা শোকসন্তপ্ত তরুণদের আত্মার সঙ্গে রয়েছে এবং আমি বিএনপির নেতা, কর্মী ও পেশাদারদের ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। ঐক্যবদ্ধ জাতি হিসেবে আমাদের একসঙ্গে এ পরিস্থিতি মোকাবিলা করতে হবে।

আজ বেলা সোয়া একটায় উত্তরার মাইলস্টোন স্কুলের ভবনে বিমানবাহিনীর একটি দিান আছড়ে পড়ে বিধ্বস্ত হয়। ওই সময় সেখানে স্কুলটির শিক্ষার্থীদের ক্লাস চলছিল।

এ ঘটনায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ৬৫ জনকে ভর্তির তথ্য এবং ১৬৪ জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর ঐক্য আরো বেশি দৃশ্যমান করতে হবে : প্রধান উপদেষ্টা
আগামীকাল কুমিল্লায় এনসিপির পদযাত্রা ও সমাবেশ
কারিগরি বোর্ডের ২৩ ও ২৪ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত
বিসিএস পরীক্ষায় অসদুপায় অবলম্বনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পিএসসি
মর্মান্তিক বিমান দুর্ঘটনায় ‘আমরা বিএনপি পরিবার’-এর শোক
পাকিস্তানের লজ্জার রেকর্ড
বাংলাদেশের জয়ে ক্রীড়া উপদেষ্টার অভিনন্দন
প্রথমবারের মত পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৩ ও ২৪ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত
বিমান দুর্ঘটনায় নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছে বিপিএসএ
১০