জুলাই গণঅভ্যুত্থান দিবসে সাতক্ষীরায় নিরাপদ সড়ক ক্যাম্পেইন

বাসস
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ১৫:২৬
সাতক্ষীরায় নিরাপদ সড়ক বিষয়ক ক্যাম্পেইন। ছবি : বাসস

সাতক্ষীরা, ৫ আগস্ট, ২০২৫ (বাসস) : জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় নিরাপদ সড়ক বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।  

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের উদ্যোগে আজ মঙ্গলবার সকালে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

রোড শো এবং ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য ছিল সড়ক নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করা। এসময় বাস টার্মিনাল ও আশপাশের এলাকায় মানুষ এবং পথচারীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

অনুষ্ঠানে দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন, বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ জিয়াউর রহমান। তিনি বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে আমাদের সকলের সচেতন হওয়া প্রয়োজন। 

অনুষ্ঠানে সঞ্চালনা করেন, বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক কে এম মাহবুব কবীর। তিনি বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে নিয়মিত সচেতনতা কার্যক্রম চালিয়ে যেতে হবে।

অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা বাস মিনিবাস মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এবং ট্রাফিক বিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন।

স্থানীয়রা ও সুশীল সমাজ এই কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের কার্যক্রম সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ভূমিকা রাখতে পারে। জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে সড়ক দুর্ঘটনা কমানো সম্ভব।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদ আর নেই
জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করলেন বেগম খালেদা জিয়া
‘নতুন কুঁড়ি’ ঢাকা পর্বে রাজশাহীর ১২০ প্রতিযোগী মনোনীত
শ্রমিকদের বেতন-মজুরি প্রদানের দায়িত্ব মালিকদের: শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা
আগামী নির্বাচনে পোস্টাল ব্যালটে গোপনীয়তা অটুট থাকবে: ফয়েজ আহমদ তৈয়্যব
ওমানে সড়ক দুর্ঘটনায় আট বাংলাদেশি শ্রমিক নিহত
গুমের সত্য উন্মোচনে প্রামাণ্যচিত্র প্রকাশ করল গুম কমিশন
সরকার দেশের কর ব্যবস্থা আরও স্বচ্ছ ও ব্যবসা বান্ধব করতে কাজ করছে: এনবিআর চেয়ারম্যান
ফিলিস্তিনিদের অদম্য স্পৃহা একদিন তাঁদের মুক্তি এনে দেবে: পরিবেশ উপদেষ্টা
সুরের মূর্ছনায় লালবাগ কেল্লায় ওস্তাদ আলাউদ্দিন খাঁ'র ১৬৩তম জন্মবার্ষিকী উদ্‌যাপন
১০