জাপানে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন

বাসস
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ১৫:৪৫ আপডেট: : ০৫ আগস্ট ২০২৫, ১৬:২১
মঙ্গলবার জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাসে আয়োজিত জুলাই গণ-অভ্যুত্থান দিবসের অনুষ্ঠান। ছবি : পিআইডি

ঢাকা, ৫ আগস্ট, ২০২৫ (বাসস) : জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আজ যথাযোগ্য ভাবগাম্ভীর্য ও মর্যাদায় জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত হয়।

এছাড়া, দূতাবাসে জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী বিশেষ গ্রাফিতি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী তার বক্তব্যে জুলাই গণ-অভ্যুত্থানের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জুলাইয়ের চেতনাকে ধারণ করে সম্মিলিতভাবে দেশ গড়ার কাজে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি দেশের অর্থনৈতিক উন্নয়নে রেমিটেন্স যোদ্ধাদের অবদানের কথা স্মরণ করেন। 

বৈধ পথে আরো বেশি রেমিটেন্স প্রেরণের জন্য প্রবাসীদের প্রতি তিনি আহ্বান জানান।

অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। 

আলোচনা শেষে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।

উন্মুক্ত আলোচনা পর্বে জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারীসহ জাপানে বাংলাদেশ কমিউনিটির সদস্যরা অংশগ্রহণ করেন।

দূতাবাসের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বাণী পাঠ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সারাদেশে পুলিশের অভিযানে ১,৬৬২ জন  গ্রেফতার 
বাংলাদেশ-উজবেকিস্তান গবেষণা সহযোগিতা জোরদারে বৈঠক
চট্টগ্রাম বন্দরে অনুপ্রবেশের চেষ্টাকালে তিনজন আটক
সিলেটে পৌঁছেছে নেদারল্যান্ডস ক্রিকেট টিম: কাল থেকে অনুশীলন
ডিএমপির বিশেষ অভিযানে গ্রেফতার ২০ জন
অধ্যাপক ড. এম. শমশের আলীর স্মরণসভা অনুষ্ঠিত
চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
প্রতি কেজি আলুর সর্বনিম্ন মূল্য ২২ টাকা নির্ধারণ
ডিপ্লোমা কৃষিবিদদের পদোন্নতি জটিলতা : সমাধান চায় ডিকেআইবি
ডেঙ্গুতে আজ ৪৩০ জন আক্রান্ত
১০