নড়াইলে জুলাই গণঅভ্যূত্থান দিবস পালিত

বাসস
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ১৬:১৬
মঙ্গলবার জুলাই গণঅভ্যূত্থান দিবস উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে গণঅভ্যূত্থানে শহীদ মো. রবিউল ইসলাম ও শহীদ মো. সালাউদ্দিনের সুমনের প্রতিকৃতি পুস্পস্তবক অর্পণ করা হয়। ছবি : বাসস

নড়াইল, ৫ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলায় আজ নানা কর্মসূচির মধ্য দিয়ে জুলাই গণঅভ্যূত্থান দিবস পালিত হয়েছে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় জেলা শিল্পকলা একাডেমি চত্বরে জুলাই গণঅভ্যূত্থানে শহীদ মো. রবিউল ইসলাম ও শহীদ মো. সালাউদ্দিনের সুমনের প্রতিকৃতি পুস্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক শারমিন  আক্তার জাহান।

এসময় উপস্থিত ছিলেন  পুলিশ সুপার কাজী এহসানুল কবীর, নড়াইল পৌরসভা প্রশাসক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আহসান মাহমুদ রাসেল, জেলা বিএনপির সেক্রেটারি মো. মনিরুল ইসলাম,নড়াইল প্রেসক্লাবের সভাপতি এ্যাড. এসএম আব্দুল হক, সহ-সভাপতি সুলতান মাহমুদ, সাধারন সম্পাদক মাহবুবুর রশিদ লাভলু ও বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তারা।

পরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জুলাই গণঅভ্যূত্থানে শহিদ, আহত পরিবারের সদস্য ও সম্মূখসারির যোদ্ধাদের সম্মিলন এবং তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। শহীদদের স্বরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। 

এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক।বক্তৃতা করেন পুলিশ সুপার, সিভিল সার্জন ডা. আব্দুর রশিদ, মো. মনিরুল ইসলাম, এ্যাড. আতাউর রহমান বাচ্চু, জুলাই যোদ্ধা মো. টিপু সুলতান, প্রভাষক সামিরা খানম,শাফায়েত উল্লাহ।

বক্তব্য শেষে শহীদ ও আহত পরিবারের সদস্যদের সম্মাননা  এবং উপহার সামগ্রী প্রদান করা হয়।

এছাড়া চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে জুলাই গণঅভ্যূত্থান নিয়ে প্রধান উপদেষ্টার ভাষন প্রচার এবং নিহত ও আহতদের নিয়ে ডকুমেন্টারি চিত্র প্রদর্শন করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় ১৪টি গরু আটক
দিনাজপুরে মাদকসহ কারবারি গ্রেপ্তার
চট্টগ্রামে গ্রাহকের টাকা আত্মসাতের মামলায় ব্যাংক কর্মকর্তার কারাদণ্ড
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা
জামালপুরে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন
ফেব্রুয়ারিতে অবাধ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের অঙ্গীকার প্রধান উপদেষ্টার
নোয়াখালীতে থেমে থাকা ট্রাকে বাসের ধাক্কা, চালক নিহত
গাজা গণহত্যার অভিযোগ : কাঠগড়ায় ইসরাইল
ফেনী সরকারি জিয়া মহিলা কলেজে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
পরিবারে পুরুষের সঙ্গে নারী জেলেদেরও কার্ড থাকতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা 
১০