নড়াইলে জুলাই গণঅভ্যূত্থান দিবস পালিত

বাসস
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ১৬:১৬
মঙ্গলবার জুলাই গণঅভ্যূত্থান দিবস উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে গণঅভ্যূত্থানে শহীদ মো. রবিউল ইসলাম ও শহীদ মো. সালাউদ্দিনের সুমনের প্রতিকৃতি পুস্পস্তবক অর্পণ করা হয়। ছবি : বাসস

নড়াইল, ৫ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলায় আজ নানা কর্মসূচির মধ্য দিয়ে জুলাই গণঅভ্যূত্থান দিবস পালিত হয়েছে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় জেলা শিল্পকলা একাডেমি চত্বরে জুলাই গণঅভ্যূত্থানে শহীদ মো. রবিউল ইসলাম ও শহীদ মো. সালাউদ্দিনের সুমনের প্রতিকৃতি পুস্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক শারমিন  আক্তার জাহান।

এসময় উপস্থিত ছিলেন  পুলিশ সুপার কাজী এহসানুল কবীর, নড়াইল পৌরসভা প্রশাসক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আহসান মাহমুদ রাসেল, জেলা বিএনপির সেক্রেটারি মো. মনিরুল ইসলাম,নড়াইল প্রেসক্লাবের সভাপতি এ্যাড. এসএম আব্দুল হক, সহ-সভাপতি সুলতান মাহমুদ, সাধারন সম্পাদক মাহবুবুর রশিদ লাভলু ও বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তারা।

পরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জুলাই গণঅভ্যূত্থানে শহিদ, আহত পরিবারের সদস্য ও সম্মূখসারির যোদ্ধাদের সম্মিলন এবং তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। শহীদদের স্বরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। 

এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক।বক্তৃতা করেন পুলিশ সুপার, সিভিল সার্জন ডা. আব্দুর রশিদ, মো. মনিরুল ইসলাম, এ্যাড. আতাউর রহমান বাচ্চু, জুলাই যোদ্ধা মো. টিপু সুলতান, প্রভাষক সামিরা খানম,শাফায়েত উল্লাহ।

বক্তব্য শেষে শহীদ ও আহত পরিবারের সদস্যদের সম্মাননা  এবং উপহার সামগ্রী প্রদান করা হয়।

এছাড়া চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে জুলাই গণঅভ্যূত্থান নিয়ে প্রধান উপদেষ্টার ভাষন প্রচার এবং নিহত ও আহতদের নিয়ে ডকুমেন্টারি চিত্র প্রদর্শন করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাণিজ্য উপদেষ্টার সাথে সেমিকন্ডাক্টর অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের বৈঠক
পার্বতীপুরে যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি কামরুজ্জামানের গণসংযোগ
রাবার শিল্প উন্নয়নে চাষিদের ভূমিকা অনন্য : ভূমি সচিব
ডিএমপির ভ্রাম্যমাণ আদালত ২৪ জনকে কারাদণ্ড দিয়েছে
ডাকসু নির্বাচনের ফেস্টুন ফেলে দেয়া ও ছবি বিকৃতি : ছাত্রশিবিরের উদ্বেগ
রাবিতে ‘জুলাই গণঅভ্যুত্থান আগস্ট বিপ্লব’ গ্রন্থের মোড়ক উন্মোচন
পিরোজপুরে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির কাণ্ডে বিদ্যুৎ বন্ধ
নওগাঁয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি
স্বাধীনতা যুদ্ধ, নব্বইয়ের গণআন্দোলন ও চব্বিশের গণঅভ্যুত্থানে কাজী নজরুলের কবিতা-গান মানুষকে উজ্জীবিত করেছে : তারেক রহমান
মানবাধিকার রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার ব্যাপারে গুরুত্বারোপ
১০