বাগেরহাটে শহীদ আলিফের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ জেলা প্রশাসনের

বাসস
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ১৬:৩৩
মঙ্গলবার জুলাই গনঅভ্যুত্থানে শহীদ আলিফ আহমেদ সিয়ামের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করে জেলা প্রশাসন। ছবি : বাসস ‎

বাগেরহাট, ৫ আগস্ট, ২০২৫ (বাসস) : জুলাই গনঅভ্যুত্থানে গুলিতে নিহত শহীদ আলিফ আহমেদ সিয়ামের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করেছে জেলা প্রশাসন।

আজ সকালে বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের বাশবাড়িয়া কাশিমপুর গ্রামে শহীদ আলিফ আহমেদ সিয়ামের কবরে পুষ্পস্তবক অর্পণ, কবর জিয়ারত ও সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করা হয়। এসময় পুলিশের ব্যান্ড দলের বিউগল সুরের মূর্ছনায় পরিবেশ ভারি হয়ে উঠে।

বাগেরহাট জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান, বাগেরহাট পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মোস্তাফিজুর রহমান, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ-উল হাসানসহ প্রশাসনের কর্মকর্তাগন উপস্থিত থেকে শহীদ আলিফের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

আলিফ আহমেদ সিয়াম ঢাকা ডেইরি ফার্ম হাইস্কুলের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের অত্যন্ত মেধাবী শিক্ষার্থী হিসেবে পরিচিত ছিলেন। তার মায়ের স্বপ্ন ছিল, ছেলেকে ডাক্তার বানাবেন। কিন্তু আলিফের স্বপ্ন ছিল পাইলট হয়ে বিশ্ব ঘুরে  দেখা। পাইলট হয়ে এডভেঞ্চারের স্বপ্ন দেখতেন শহীদ সিয়াম। তার মা তানিয়া আক্তার স্কুল শিক্ষিকা বাবা ব্যাবসায়ী মো. বুলবুল কবীর ও একমাত্র বোন ইশরাত জাহান লামহাকে নিয়ে নিজেই বিমান চালিয়ে পবিত্র হজ্ব পালন করবেন।

উল্লেখ্য, ৫ আগস্ট দুপুরের দিকে "মার্চ টু ঢাকা" অংশ নেয় আলিফ। এসময় সাভার থানার বাসস্ট্যান্ড ফুটওভার ব্রিজের নিচে দুপুরের দিকে মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ফেনীতে গণঅভ্যুত্থান দিবসে আলোচনা ও দোয়া
রাঙ্গামাটিতে টানা বৃষ্টিতে সাজেকের সাথে সড়ক যোগাযোগ বন্ধ
গাজার সঙ্গে বাণিজ্য আংশিকভাবে পুনরায় চালু করবে ইসরাইল
যথাযোগ্য মর্যাদায় জুলাই গণ-অভ্যুত্থান দিবস উদ্‌যাপন করেছে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ
যাত্রাবাড়ীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
সিলেটে কারফিউ ভেঙে মিছিল, রাস্তায় নেমে আসে সর্বস্তরের মানুষ, গুলিতে নিহত ৫
দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ৩, আক্রান্ত ৩১৯
নাটোরে বিষাদে রূপ নেয় বিজয় মিছিল
শেখ হাসিনার পতনের খবরে সাতক্ষীরার রাজপথে মানুষের ঢল 
জুলাই স্মৃতি জাদুঘরের অগ্রগতি পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা
১০