পটুয়াখালী, ৫ আগস্ট ২০২৫ (বাসস): জুলাই গণঅভ্যুত্থানের একবছর পূর্তি উপলক্ষে জেলার শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদেন করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ৯ টার দিকে পটুয়াখালী মহাশ্মশানে শহীদ হৃদয় তরুয়ার মঠে এবং শহীদ বাচ্চু হাওলাদারের কবরে ফুলের শ্রদ্ধা জানানো হয়।
এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ আবু হাসনাত মোহাম্মদ আরেফীন ও পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ, জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও শহীদ পরিবারের সদস্যরা ছিলেন।
এছাড়া পটুয়াখালীর সকল জুলাই শহীদদের সমাধীতে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাসহ উপজেলা নিবার্হী কর্মকর্তাবৃন্দ।
সকাল ১০ টায় জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মিলন অনুষ্ঠিত হয়। এ সম্মিলনে ২৩ জন শহীদ পরিবারের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।