জুলাই গণঅভ্যুত্থান দিবসে নওগাঁয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা

বাসস
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ১৭:০৮
নওগাঁয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা। ছবি : বাসস

নওগাঁ, ৫ আগস্ট ২০২৫ (বাসস) : জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নওগাঁয় চিত্রাঙ্কন ও আবৃতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে নওগাঁ জেলা প্রেসক্লাবের অডিটোরিয়ামে নওগাঁ বিশ্ববিদ্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: কুদরত-ই-জাহান। 

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হাছানাত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সাংবাদিক শেখ আনোয়ার, জেলা প্রেসক্লাবের সভাপতি রায়হান আলম ও সাধারণত সম্পাদক বেলায়েত হোসেন, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ হোসেন মুরাদ, জেলা রিপোটার ইউনিটির সভাপতি আব্দুর রশিদ তারেকসহ অনেকে।

এর আগে জুলাই গণঅভ্যুত্থানের ওপর চিত্রাঙ্গন ও আবৃতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি প্রফেসর কুদরত-ই-জাহান বলেন, শিশুর মেধা বিকাশের অন্যতম একটি মাধ্যম চিত্রাঙ্কন। ভাষার বিকল্প হিসেবে চিত্রাঙ্কন ব্যবহৃত হয় যা পরবর্তী প্রজন্মের কাছে ছড়িয়ে পড়ে। 

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. হাছানাত আলী বলেন, নওগাঁবাসী কেমন বিশ্ববিদ্যালয় চায় সে বিষয়ে সবার মতামত নেব। এমন একটি বিশ্ববিদ্যালয় উপহার দেব যা কল্পনাতিত। এই শিক্ষার্থীরাই আগামীতে দুর্নীতির মুলোৎপাটন করবে। জুলাই গণভ্যুত্থানে শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলেই আজকের বাংলাদেশ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সারাদেশে পুলিশের অভিযানে ১,৬৬২ জন  গ্রেফতার 
বাংলাদেশ-উজবেকিস্তান গবেষণা সহযোগিতা জোরদারে বৈঠক
চট্টগ্রাম বন্দরে অনুপ্রবেশের চেষ্টাকালে তিনজন আটক
সিলেটে পৌঁছেছে নেদারল্যান্ডস ক্রিকেট টিম: কাল থেকে অনুশীলন
ডিএমপির বিশেষ অভিযানে গ্রেফতার ২০ জন
অধ্যাপক ড. এম. শমশের আলীর স্মরণসভা অনুষ্ঠিত
চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
প্রতি কেজি আলুর সর্বনিম্ন মূল্য ২২ টাকা নির্ধারণ
ডিপ্লোমা কৃষিবিদদের পদোন্নতি জটিলতা : সমাধান চায় ডিকেআইবি
ডেঙ্গুতে আজ ৪৩০ জন আক্রান্ত
১০