ভোলার গেজেটভুক্ত ৪৭ জন শহীদের কবরে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা

বাসস
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ১৭:৩০
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মঙ্গলবার ঢাকায় নিহত ভোলার গেজেটভুক্ত ৪৭ জন শহীদের কবরে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। ছবি : বাসস

ভোলা, ৫ আগষ্ট, ২০২৫ (বাসস) : জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ঢাকায় নিহত ভোলার গেজেটভুক্ত ৪৭ জন শহীদের কবরে শ্রদ্ধা নিবেদন ও দোয়া  মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

আজ সকালে জেলা প্রশাসক মো. আজাদ জাহান ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশার গুপ্তমুন্সি নামক এলাকার শহীদ শামিম হাওলাদারের কবরে পুষ্পমাল্য প্রদান করেন। এছাড়াও পৃথক পৃথকভাবে অন্যান্য শহীদদের কবরেও উপজেলার নির্বাহী কর্মকর্তারা শ্রদ্ধা নিবেদন করেন।

সকাল সাড়ে ১০ টায় ২৪ এর ৫ আগস্ট ৩৬ জুলাই উপলক্ষে জুলাই গণঅভ্যুত্থান দিবসে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা এবং শহিদ পরিবারের সদস্যদের মাঝে অর্থ সহায়তার চেক প্রদান করা হয়।

জেলা প্রশাসক মো. আজাদ জাহানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য দেন, জেলা পুলিশ সুপার মো. শরীফুল হক, জেলা সিভিল সার্জন ডা. মনিরুল ইসলাম, জেলা বিএনপির আহবায়ক গোলাম নবী আলমগীর, জামায়াতের জেলা সেক্রেটারি হারুন অর রশিদ, জেলা বিজেপির সাধারন সম্পাদক মোতাছিন বিল্লাহ, ইসলামী আন্দোলনের জেলার সেক্রেটারি তরিকুল ইসলাম তারেকসহ জুলাই-আগস্টে শহীদ ও আহত পরিবারের সদস্যরা। 

এসময় বক্তারা বলেন, জুলাই-আগস্টে শহীদ ও আহতদের অবদান কখনই ভোলার নয়। সরকার সব সময়ই তাদের পাশে রয়েছে।

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানে ঢাকার রাজপথে ভোলার বিভিন্ন উপজেলার ৪৭ জন ব্যাক্তি শহীদ হন। এছাড়া ৪ আগষ্ট ব্যাপক সহিংসতায় ভোলা শহরের নতুন বাজারে পুলিশের গুলিতে নিহত হন ছাতা মেরামতের কারিগর মো. জসিমউদ্দিন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদ আর নেই
জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করলেন বেগম খালেদা জিয়া
‘নতুন কুঁড়ি’ ঢাকা পর্বে রাজশাহীর ১২০ প্রতিযোগী মনোনীত
শ্রমিকদের বেতন-মজুরি প্রদানের দায়িত্ব মালিকদের: শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা
আগামী নির্বাচনে পোস্টাল ব্যালটে গোপনীয়তা অটুট থাকবে: ফয়েজ আহমদ তৈয়্যব
ওমানে সড়ক দুর্ঘটনায় আট বাংলাদেশি শ্রমিক নিহত
গুমের সত্য উন্মোচনে প্রামাণ্যচিত্র প্রকাশ করল গুম কমিশন
সরকার দেশের কর ব্যবস্থা আরও স্বচ্ছ ও ব্যবসা বান্ধব করতে কাজ করছে: এনবিআর চেয়ারম্যান
ফিলিস্তিনিদের অদম্য স্পৃহা একদিন তাঁদের মুক্তি এনে দেবে: পরিবেশ উপদেষ্টা
সুরের মূর্ছনায় লালবাগ কেল্লায় ওস্তাদ আলাউদ্দিন খাঁ'র ১৬৩তম জন্মবার্ষিকী উদ্‌যাপন
১০