দিনাজপুর, ১৪ আগস্ট, ২০২৫(বাসস) : দিনাজপুরের সদর উপজেলায় ৬০ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এ সময় তাদের মধ্যে অর্থ অনুদান ও সনদ বিতরণ করা হয়।
আজ বৃহস্পতিবার দুপুর আড়াই টার দিকে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা শিক্ষা অফিস ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেইজ গ্রান্টস ফল সেকেন্ডারি ইন্সটিটিউশন স্কিম (পিবিজিএসডি) এসইডিপি’র আওতায় উপজেলায় এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চ নম্বরধারীদের এ সম্মাননা দেওয়া হয়। কৃতী শিক্ষার্থীদের তাদের পুরষ্কার তুলে দেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হুমায়ুন কবীর।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আধুনিক ও বিজ্ঞানভিত্তিক যুগ উপযোগী শিক্ষা গ্রহণ করতে পারলে কোনো শিক্ষার্থী বেকার থাকবে না। উপযুক্ত শিক্ষা গ্রহণের মাধ্যমে দেশে-বিদেশে তাদের কর্মসংস্থান সৃষ্টি হবে।
পিবিজিএসআই স্কিম প্রকল্পের পরিচালক প্রফেসর মো. তোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. তৌহিদুল ইসলাম, জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, জোনাল সেটেলমেন্ট কর্মকর্তা মো. শাহীনুর ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার মো. আলাউদ্দিন আল আজাদ।
আরও বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোখলেছুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. শাহীন সুলতানা। এ সময় প্রকল্পের চলমান কার্যক্রম তুলে ধরেন প্রকল্পের উপ-পরিচালক শাহজাহান পারভীন।
শুভেচ্ছা বক্তব্য দেন জেলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো. আখের আলী, সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মো. লালম মিয়া, শিক্ষার্থী সাদিয়া জান্নাত ও হাসিবুল ইসলাম ও অভিভাবক শামীম সিদ্দিক।
অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোছা. শাকেরিনা বেগম ও চেহেলগাজী শিক্ষা নিকেতনের সহকারী শিক্ষক মো. ওবায়দুর রহমান।
অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের মধ্যে এসএসসি পর্যায়ে ১০ হাজার টাকা এবং এইচএসসি পর্যায়ে ২৫ হাজার টাকাসহ ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়।