গাজীপুরে স্বচ্ছ লটারি পদ্ধতিতে নতুন ওএমএস ডিলার নিয়োগ

বাসস
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ১৬:২৩
ছবি : বাসস

গাজীপুর, ১৪ আগস্ট, ২০২৫ (বাসস) : গাজীপুর মহানগরে নিম্ন আয়ের মানুষের জন্য ন্যায্যমূল্যে খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিতে স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় লটারির মাধ্যমে ৪০ জন নতুন ওএমএস (ওপেন মার্কেট সেল) ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। গাজীপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার জেলা প্রশাসনের ভাওয়াল সম্মেলন কক্ষে লটারির মাধ্যমে এই কার্যক্রম চালু হয়। 

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, গাজীপুর স্থানীয় সরকারের উপপরিচালক আহাম্মদ হোসেন ভূঁইয়া।

এসময় আরও উপস্থিত ছিলেন, গাজীপুর পুলিশের সহকারী কমিশনার মাহবুবুল আলম, গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হোসেন, গাজীপুর সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন, গাজীপুর জেলার ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক শফি আফজালুল আলম, গাজীপুর সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নাইয়ারানু এবং জেলা কারিগরি খাদ্য পরিদর্শক সোহেল আহমদ সুফলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

গাজীপুর মহানগরের ৫৭টি ওয়ার্ডে মোট ৬৯টি ওএমএস কেন্দ্র রয়েছে, যেখানে সরকার নির্ধারিত দামে চাল ও আটা বিক্রি করা হয়। এর মধ্যে পূর্বে লটারির মাধ্যমে ২৮ জন ডিলার নিয়োগ হয়েছিল। বৃহস্পতিবারের লটারিতে অবশিষ্ট ৪০টি কেন্দ্রের জন্য ডিলার নির্বাচন করা হয়।

এ নিয়োগ প্রক্রিয়ায় ৪২৩টি আবেদন জমা পড়ে। এর মধ্যে কাগজপত্রে ত্রুটি থাকায় ৬২টি আবেদন বাতিল হয়। অবশিষ্ট ৩৬১ জন প্রার্থীর মধ্যে স্বচ্ছ লটারির মাধ্যমে ৪০ জনকে আগামী পাঁচ বছরের জন্য ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়। তারা সরকারের নির্ধারিত দামে প্রতি কেজি চাল ৩০ টাকা ও আটা ২৪ টাকায় বিক্রি করবেন, যা দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের জন্য গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে কাজ করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নুরের ওপর হামলার ঘটনা তদন্তে কমিশন গঠন করে প্রজ্ঞাপন
নাটোরে ডায়রিয়া আক্রান্ত এলাকায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
জামায়াতের আমিরের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ডিএসই-তে চার দিনের বিনিয়োগ প্রশিক্ষণ কর্মশালা
যৌথ বাহিনীর অভিযানে গত এক সপ্তাহে সারাদেশে ১৩১ জন আটক
তিন জেলায় দুদকের অভিযান : স্বাস্থ্যসেবা ও বিভিন্ন প্রকল্পে অনিয়ম উদ্ঘাটন
চিতলমারীতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
সবাই যেন নিজেদের জীবনে মহানবী (স.)-এর শিক্ষা, আদর্শ ও ত্যাগের মহিমার প্রতিফলন ঘটাতে পারি : তারেক রহমান
তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন জরুরি : শারমীন এস মুরশিদ
ডাকসু নির্বাচন ঘিরে ঢাবি এলাকায় জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা
১০