সরকারি সাত কলেজের সকল দায়িত্ব ও শিক্ষার্থীদের তথ্য প্রস্তাবিত সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর

বাসস
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ১৬:৫২
আনুষ্ঠানিকভাবে সরকারি সাত কলেজের সকল দায়িত্ব ও শিক্ষার্থীদের তথ্য প্রস্তাবিত সেন্ট্রাল ইউনিভার্সি কাছে হস্তান্তর । ছবি : বাসস টির কাছে হস্তান্তর

ঢাকা, ১৪ আগস্ট, ২০২৫(বাসস) : সরকারি সাত কলেজের সকল প্রশাসনিক, একাডেমিক ও আর্থিক দায়দায়িত্ব এবং ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু আবেদনকারী শিক্ষার্থীদের সকল তথ্য, ছবি ও ভর্তি পরীক্ষা পরিচালনা বাবদ ফি আনুষ্ঠানিকভাবে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের(ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান আজ বৃহস্পতিবার তার সভাকক্ষে এক অনুষ্ঠানে সকল দায়িত্ব ও তথ্য প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অন্তবর্তীকালীন প্রশাসক অধ্যাপক এ কে এম ইলিয়াসের কাছে হস্তান্তর করেন।

এর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরকারি সাত কলেজের সম্মানজনক পৃথকীকরণের কাজ চূড়ান্তভাবে সম্পন্ন হলো।

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, উপ-উপাচার্য  (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদসহ অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক, সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তাগণ এবং কলেজের অধ্যক্ষগণ উপস্থিত ছিলেন। 

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরকারি সাত কলেজের সম্মানজনক পৃথকীকরণ প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

 তিনি প্রস্তাবিত নতুন বিশ্ববিদ্যালয়ের সার্বিক সফলতা কামনা করেন।  

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষ ওয়েন-শর্ট ও মরিসের
শেখ হাসিনা সরকারের নজরদারির সরঞ্জাম ক্রয় খতিয়ে দেখতে তদন্ত কমিটি
নাটোরে পদ্মা নদীতে ডুবে দুই ছাত্রের মৃত্যু
আল সাজিদুল ইসলাম দুলালের জাতীয় যুব পুরস্কার ২০২৫ স্থগিত
১২৫ রানের বিধ্বংসী ইনিংসে ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে ব্রেভিস
টেলিগ্রামে চাকরির প্রলোভনে প্রতারণা, হুন্ডি চক্রের সদস্য গ্রেফতার
বগুড়ায় ১০ মামলার আসামি ‘কুত্তা শাকিল’ গ্রেপ্তার
খুলনা গণ-অভ্যুত্থান পরবর্তী ছয় মামলার তদন্তে এক বছরেও অগ্রগতি নেই
মেহেরপুর সীমান্তে ৯ জনকে হস্তান্তর করল বিএসএফ
২২৮ রানের টার্গেট পেল বাংলাদেশ ‘এ’
১০