সাতক্ষীরা, ১৪ আগস্ট, ২০২৫(বাসস) : জেলার তালায় ভ্রাম্যমান আদালতের অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুত রাখার দায়ে ৭টি ফার্মেসি মালিকের জরিমানা প্রদান করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে তালা উপজেলা সদরে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন, তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট দিপা রানী সরকার।
তিনি জানান, উপজেলরা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বিভিন্ন ফামের্সিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের একটি টিম সেখানে অভিযান চালায়।
এসময় মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুত রাখার দায়ে ড্রাগ আইনের সেখানকার ৭ ফামেসি মালিকের ১৬ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরো জানান, ভবিষ্যতে যেন কেউ এ ধরনের অপরাধ না করে, সেই লক্ষ্যে নিয়মিত এ অভিযান অব্যাহত থাকবে।
অভিযানের সময় আরো উপস্থিত ছিলেন, জেলা ড্রাগ পরিদর্শক বাশারত হোসেন সহ বিজিবি সদস্যরা।