নওগাঁয় ৩৫০জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

বাসস
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ১৭:১৬
আজ বৃহস্পতিবার নওগাঁয় ৩৫০জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা। ছবি : বাসস

নওগাঁ, ১৪ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলার মান্দা উপজেলায় ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের হলরুমে এ সংবর্ধনা সভার আয়োজন করা হয়। সাবেক উপজেলা চেয়ারম্যান ডা. ইকরামুল বারী টিপুর ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩৫০জন কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানের আয়োজক ডা. ইকরামুল বারী টিপু বলেন, ‘এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে উৎসাহ ও আত্মবিশ্বাস জোগায়। আগামীতে তারা আরও ভালো করবে। দেশ ও জাতির জন্য তারা অবদান রাখবে এই প্রত্যাশা করছি।’

বাংলাদেশ শিক্ষক সমিতির (বাশিস) মান্দা উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক ও ছোটমুল্লুক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন সরদারের সঞ্চালনায় এ অনুষ্ঠানে বক্তব্য দেন, মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) খালেনুর বেগম, বাশিস কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য গোলাম সরোয়ার স্বপন, কলেজ শিক্ষক সমিতি নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক এমদাদুল হক, কলেজ শিক্ষক সমিতি মান্দা শাখার সভাপতি অধ্যাপক মহসিন আলী, মাদ্রাসা শিক্ষক সমিতি মান্দা শাখার সভাপতি এরফান আলী মিয়া, প্রধান শিক্ষক আনিছার রহমান, অভিভাবক সাহের আলী প্রমুখ। অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিএসসিসি এলাকায় ধর্মীয় সম্প্রীতির মধ্য দিয়ে দুর্গাপূজা উদযাপন
নির্বাচনে সকল দল অংশগ্রহণ করবে, আশাপ্রকাশ শামসুজ্জামান দুদুর
সারাদেশে ৪৯ মণ্ডপে নাশকতার চেষ্টা, গ্রেপ্তার ১৯: র‌্যাব ডিজি
বিএনপি ১৮ মাসের মধ্যে ১ কোটি মানুষের কর্মসংস্থানের সিদ্ধান্ত নিয়েছে: আমীর খসরু
কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট ও পূজামণ্ডপ পরিদর্শন করলেন তিন উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের সমন্বিত উদ্যোগে সন্তোষজনক পূজার পরিবেশ সম্ভব হয়েছে: শারমীন এস মুরশিদ
হিন্দু ধর্মাবলম্বীদের ন্যায্য দাবিসমূহ পর্যায়ক্রমে পূরণ করা সম্ভব : তথ্য উপদেষ্টা
বিএনপি সংখ্যাগুরু-সংখ্যালঘুতে বিশ্বাস করে না: ড. মঈন খান
বনানী ও বসুন্ধরা আবাসিক পূজা মণ্ডপ পরিদর্শনে ডিএমপি কমিশনার
নওগাঁয় পূজামণ্ডপ পরিদর্শন করলেন কৃষকদল নেতা ফজলে হুদা
১০