সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

বাসস
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ১৭:২৭
সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন। ছবি : বাসস

সাতক্ষীরা, ১৪ আগস্ট ২০২৫ (বাসস) : গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিন হত্যার বিচার দাবি এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে সাতক্ষীরার কালিগঞ্জে আজ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। 

কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১টায় প্রেসক্লাবের সামনের সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাব সভাপতি শেখ সাইফুল বারী সফুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, যুগ্নসম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, সাংবাদিক এসএম আহম্মাদ উল্লাহ বাচ্চু, শেখ নাজমুল ইসলাম প্রমুখ। মানববন্ধনে বিভিন্ন গণমাধম্য কর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন। তারা সবসময় সমাজের নানা সত্য ঘটনা তুলে ধরতে সার্বক্ষণিক কাজ করেন। আর এই সত্য ঘটনা জাতির সামনে তুলে ধরতে গিয়ে তারা বারবার হামলা, মামলা, হত্যা ও হয়রানির শিকার হচ্ছেন। যা খুবই দুঃখ জনক। 

বক্তারা এসময় গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যার দ্রুত বিচার নিশ্চিতের পাশাপাশি দেশের সকল সাংবাদিকদের নিরাপত্তা বিধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান সরকারের প্রতি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আমদানি সহজ করতে বাংলাদেশ ব্যাংকের মাস্টার সার্কুলার
এলডিসি থেকে উত্তরণের সময়সীমা বাড়ানোর দাবি ব্যবসায়ী নেতাদের
নিজেকে প্রমাণের আরেকটি সুযোগ পাচ্ছেন বিজয়
দুদকের মামলায় স্বামীসহ যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী পাপিয়ার কারাদণ্ড
চাঁদপুরে ১৮ হাজার বস্তা সিমেন্টসহ ডুবে গেছে একটি লাইটার জাহাজ
ঢাকা মহানগর উত্তরে ‘আপ বাংলাদেশ’র কমিটি ঘোষণা
ঢাকা শহর সবুজায়নের কাজে সার্বিক সহযোগিতা করবে ডিএনসিসি
বদরগঞ্জে নকল নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢোকায় শিক্ষক আটক
সাদা পাথর লুটেরাদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেওয়ার দাবিতে মানববন্ধন
পশুর চ্যানেলে ড্রেজিংয়ে মোংলা বন্দর ও নৌবাহিনীর মধ্যে সমঝোতা
১০