চট্টগ্রাম, ১৪ আগস্ট, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের পতেঙ্গা উপকূলে প্রায় ১ লাখ ৭০ হাজার টাকা মূল্যের চোরাইকৃত ১ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করেছে কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) কোস্ট গার্ড চট্টগ্রাম অঞ্চলের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট রাফিদ-আস-সামি এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকাল ৩টায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা কর্ণফুলী থানাধীন ৯ নম্বর ঘাট ডাংগারচর সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
রাফিদ বলেন, অভিযান চলাকালীন সন্দেহজনক একটি ইঞ্জিনচালিত কাঠের বোট তল্লাশি করে বোটটির মধ্যে রাখা প্রায় ১ হাজার লিটার চোরাইকৃত সয়াবিন তেল জব্দ করা হয়। জব্দকৃত বোট ও সয়াবিন তেল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার এবং অবৈধ বাণিজ্য ও চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছেন তিনি।