ঝিনাইদহ, ১৮ আগস্ট, ২০২৫ (বাসস): ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ এ স্লোগানে ঝিনাইদহে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে। আগামী ২৪ আগস্ট মৎস্য সপ্তাহ শেষ হবে।
সোমবার সকাল ৯ টায় শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে বেলুন উড়িয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল।
পরে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সভায় বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা, জেলা মৎস্য কর্মকর্তা ফরহাদুর রেজা, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম সরোয়ার প্রমুখ।
সভায় বক্তারা বলেন, অভয়াশ্রম গড়ে তোলা হলে দেশি মাছের প্রজনন ও সংরক্ষণ নিশ্চিত হবে। এতে যেমন জীববৈচিত্র্য টিকে থাকবে, তেমনি দেশি মাছে ভরবে দেশের বাজার। তাই সকলকে মৎস্য সম্পদ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠান শেষে জেলার ৪ জন শ্রেষ্ঠ মৎস্য চাষী ও খামারিকে সম্মাননা প্রদান করা হয়।