লক্ষ্মীপুরে দুই মামলায় ২ জন গ্রেপ্তার 

বাসস
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ১৬:০৫

লক্ষ্মীপুর, ১৮ আগস্ট ২০২৫ (বাসস) : লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মেহেরাজ হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

আজ সোমবার সকালে লাহারকান্দি ও শহরের বাঞ্চানগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এর মধ্যে গণঅভ্যুত্থান চলাকালে চার শিক্ষার্থী হত্যা মামলায় জসিম উদ্দিনকে এবং সন্ত্রাস বিরোধী আইনের মামলায় মেহেরাজ হাসানকে গ্রেপ্তার দেখিয়ে দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেল-হাজতে পাঠানো হয়।

জসিম উদ্দিন লাহারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও মেহেরাজ হাসান পৌরসভা ছাত্রলীগের নেতা বলে জানিয়েছে পুলিশ।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, লক্ষ্মীপুর শহরে গত বছরের চার আগস্ট ছাত্র-জনতার উপর হামলার ঘটনা ঘটে। এ সময় চার শিক্ষার্থী হত্যার শিকার হন। এ হত্যা মামলা ও সন্ত্রাস বিরোধী আইনে মামলায় তাদের দুজনকে গ্রেপ্তার দেখানো হয়। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।  

পুলিশ জানায়, গণ অভ্যুত্থান চলাকালে চার আগস্ট শহরের মাদাম ব্রিজ এলাকায় বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের উপর হামলা ও গুলি চালায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় চার শিক্ষার্থী নিহত ও দুইশ শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়। এছাড়া আহত হয় কয়েকশ ছাত্র-জনতা। এসব ঘটনায় একাধিক মামলা হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতীয় নারী হ্যান্ডবলের সেমিফাইনালে আনসার ও পুলিশ
আমাদের এশিয়া কাপ জয়ের সামর্থ্য আছে : জাকের
খুলনায় নকল ওষুধ বিক্রির দায়ে পাঁচলাখ টাকা জরিমানা
ধর্মীয় উপসনালয়কে যারা অপবিত্র করতে চায় তারা দুর্বৃত্ত: ধর্ম উপদেষ্টা
জার্মান কাপের খেলায় বর্ণবাদী নির্যাতনের নিন্দা ফিফা প্রধানের
রপ্তানি উন্নয়ন ব্যুরো পরিচালনা পর্ষদের ১৪৮তম সভা অনুষ্ঠিত
২৩ বছর কারাভোগের পর নতুন জীবনে নওগাঁর দুলাল
বন্যায় পাকিস্তানের পাখতুনখোয়ায় প্রায় ৩৫০ জনের প্রাণহানি, বৃষ্টিতে উদ্ধার অভিযান স্থগিত
স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার লড়াইয়ে বাংলাদেশ সর্বদা পাশে ছিল এবং থাকবে: চরমোনাইর পীর
মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগের পরিচালকের মৃত্যুতে মৎস্য উপদেষ্টার শোক
১০