বগুড়ায় বিপুল পরিমাণ পলিথিন জব্দ, আটক ১

বাসস
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ১৬:৩৫

বগুড়া, ১৮ আগস্ট, ২০২৫ (বাসস): বগুড়া শহরের কালিতলা এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

রোববার রাতে অভিযান চালিয়ে একটি গোডাউন থেকে এসব পলিথিন জব্দ করা হয়। এ সময় গোডাউনের ম্যানেজারকে আটক করা হয়।

আটক ম্যানেজারের নাম রফিকুল ইসলাম (৩৯)। তিনি সদর উপজেলার নাটাইপাড়া এলাকার মৃত জাবেদ আলীর ছেলে।

আজ সোমবার তথ্য নিশ্চিত করেন জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার।

ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল ভান্ডারী পাইপ ফ্যাক্টরি সংলগ্ন ওই গোডাউনে অভিযান চালায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা পালিয়ে গেলেও বিপুল পরিমাণ অবৈধ পলিথিন জব্দ করা হয়।

ওসি ইকবাল বাহার বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। আটক ম্যানেজারের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ক্যান্সার আক্রান্ত সুবর্ণচরের জান্নাতকে দেখতে গেলেন ছাত্রদল নেতৃবৃন্দ
জিয়া উদ্যানের লেকে মাছের পোনা ছাড়লো ‘আমরা বিএনপি পরিবার’
প্রতিমা বিসর্জনের সময় সতর্ক থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী: কোস্টগার্ড ডিজি 
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে জনগণ যাকে দেশ পরিচালনা দায়িত্ব দেবেন, তাকেই স্বাগত জানাব: মঈন খান
ঢাকা-বরিশাল মহাসড়কে ডাকাতির ঘটনায় ১৩ ডাকাত সদস্য গ্রেফতার
রাজধানীর সবুজবাগে দুর্গাপূজার বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপি নেতৃবৃন্দ
রাঙ্গুনিয়ার ‘শীর্ষ সন্ত্রাসী’ তোফায়েল গ্রেফতার
চট্টগ্রামে মাসব্যাপী ব্রেস্ট ক্যান্সার সচেতনতা কার্যক্রম শুরু
নওগাঁয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ জন আটক 
চুয়াডাঙ্গায় পুকুরে ডুবে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
১০