পঞ্চগড়ে বছরে ঘাটতি দেড় হাজার টন মাছ

বাসস
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ১৬:৩৭
সোমবার জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। ছবি : বাসস

পঞ্চগড়, ১৮ আগস্ট, ২০২৫ (বাসস): গত কয়েক বছরে তরুণ উদ্যোক্তাদের হাত ধরে মাছ চাষে কিছুটা পরিবর্তন আসলেও উৎপাদনের দিক থেকে এখনো পিছিয়ে উত্তরের জেলা পঞ্চগড়। বছরে ঘাটতি প্রায় দেড় হাজার টন মাছের।  

আজ দুপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভায় এ তথ্য জানিয়য়েছে জেলা মৎস্য বিভাগ।
তথ্য মতে, বর্তমানে জেলায় বছরে মাছের চাহিদা ২১ হাজার ৭৫৬ টন। বিপরীতে উৎপাদন হচ্ছে ২০ হাজার ৩৩৫ টন। এ হিসেবে ঘাটতি থাকে এক হাজার ৪২১ টন।

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সাবেত আলী। তিনি মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন।

সফল মৎস্য উদ্যোক্তা হিসেবে সোলেমান আলী ও জহিরুল ইসলাম নামের দুই মাছচাষিকে সভায় সম্মাননা স্মারক দেওয়া হয়। এছাড়া সফল মৎস্য অভয়াশ্রম হিসেবে শালশিরি মৎস্যজীবী সমবায় সমিতিকেও সম্মাননা স্মারক প্রদান করা হয়। একইসঙ্গে ওই অভয়াশ্রমের জন্য একটি নৌকা ও একটি ঘর করে দেয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক।
জেলা প্রশাসক সাবেত আলী বলেন, দেশি মাছ রক্ষায় প্রজনন মৌসুমে মাছ ধরা থেকে বিরত থাকতে হবে। খাল-বিল-নদীতে বিষ প্রয়োগ রোধ এবং বোরো আবাদের চাষ কমিয়ে আনতে হবে, যাতে দেশি মাছের প্রজাতি রক্ষা 
পায়।

সভায় অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাস, অতিরিক্ত পুলিশ সুপার শইমী ইমতিয়াজ, জেলা মৎস্য বিষয়ক কর্মকর্তা কে এম আব্দুল হালিম, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মকছেদুল কবিরসহ প্রশাসন ও সরকারি অফিসের কর্মকর্তাবৃন্দ এবং মৎস্য চাষিরা উপস্থিত ছিলেন।

এর আগে, জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ধর্মীয় শিক্ষাকে বিএনপি সব সময় গুরুত্ব দেয় : ডা. জাহিদ
দিনাজপুরে নিরাপদ সড়ক বিষয়ে আলোচনা সভা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে খুলনা বিএনপির ৭ দিনব্যাপী কর্মসূচি
২০২৪ সালে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ ২.৩ শতাংশ বেড়েছে : জাতিসংঘ
সাবেক এমপি নিজাম হাজারীর স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আইএফআইসি ব্যাংকের সাবেক এমডি শাহ আলম সারওয়ারকে ৫ কোটি টাকা জরিমানা
আফগানিস্তানে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৭
জার্মানিতে এক বিলিয়ন ইউরোর ‘এআই সেন্টার’ স্থাপন করবে এনভিডিয়া ও ডয়েচে টেলিকম
এনসিপিসহ তিনটি দলকে নিবন্ধন বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন
দুবলার চরে ‌‘রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান’ উপলক্ষে নিরাপত্তা জোরদার
১০