প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

বাসস
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ১২:৫০ আপডেট: : ২৪ আগস্ট ২০২৫, ১৫:১৪
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। ফাইল ছবি

ঢাকা, ২৪ আগস্ট, ২০২৫ (বাসস) : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রশাসন ও শিক্ষকদের পাশাপাশি গণমাধ্যম কর্মীদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। 

তিনি বলেন, গণমাধ্যম কর্মীরা আমাদের শিক্ষা পরিবারেরই সদস্য। বিভিন্ন বিদ্যালয়ে যে সকল সমস্যা রয়েছে, সেগুলোর বিষয়ে জানতে আমরা অনেক সময়ই সাংবাদিকদের ওপর নির্ভর করি। তাদের বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে আমরা সেগুলোর সমাধানে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে পারি।

উপদেষ্টা শনিবার  কিশোরগঞ্জ জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে করণীয় বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

তিনি আরো বলেন, শিক্ষার্থীরা যদি নৈতিক শিক্ষার মাধ্যমে বড় হয়ে ওঠে, তবে সে সুনাগরিক হিসেবে গড়ে উঠবে। বিভিন্ন গল্প-কাহিনী ও সাহিত্য নৈতিকতা শিক্ষার একটি ভালো উপায়। 

ডা. বিধান রঞ্জন বলেন, শিশুদের মাঝে একাত্মবোধ, মমত্ববোধ ও শৃঙ্খলাবোধ জাগ্রত করতে হবে। এক্ষেত্রে বিদ্যালয়ের পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কারণ শিশুরা শিক্ষকদের আদর্শ দেখে বেড়ে ওঠে। তাই প্রতিটি শিক্ষককে শিক্ষার্থীদের কাছে নিজেকে আদর্শ হিসেবে উপস্থাপন করতে হবে। 

এ সময় তিনি শিশুদের সর্বাঙ্গীণ বিকাশে পাঠ্যপুস্তকের পাশাপাশি সহ-পাঠ্যক্রমিক কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করেন।

কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মিজাবে রহমতের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান ও পরিচালক মোহাম্মদ কামরুল হাসান উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংসদীয় সীমানা: ঢাকা অঞ্চলের দাবি ও আপত্তির ওপর শুনানি গ্রহণ করছে ইসি
ভারতের ঘটনা বাংলাদেশের বলে প্রচার শনাক্ত ফ্যাক্টওয়াচের
তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতে রিভিউ শুনানি শুরু
জামালপুরে গণঅভ্যুত্থানে শহীদ-আহত পরিবারের মাঝে সহায়তা করবে ‘আমরা বিএনপি পরিবার’
তরুণদের চিন্তা ও কলম সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে: শিল্প উপদেষ্টা
বাংলাদেশ-চীন কৃষিপণ্য বাণিজ্যিকীকরণ সহযোগিতা বিষয়ক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত
রাজবাড়ীতে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে সরকার পদক্ষেপ নিয়েছে : বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা
ডুবন্ত ফিশিং বোট থেকে ছয় জেলেকে জীবিত উদ্ধার
পুলিশের ১৮ জন অতিরিক্ত আইজিকে বদলি
১০