বগুড়ায় জুলাই যোদ্ধা ফারুকের গাল থেকে গুলি অপসারণ

বাসস
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ১৮:৫৮
শনিবার নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুলাই যোদ্ধা ফারুক হোসেনের গুলি অপসারণ করা হয়। ছবি: বাসস

বগুড়া, ২৪ আগস্ট, ২০২৫ (বাসস) : জুলাই গণঅভ্যুত্থানে আহত বগুড়ার নন্দীগ্রামের যুবক ফারুক হোসেনের গাল থেকে অস্ত্রোপচারের মাধ্যমে গুলি (পিলেট) অপসারণ করা হয়েছে। ফারুক হোসেন নন্দীগ্রাম উপজেলার বেলঘড়িয়া গ্রামের আমির হোসেনের ছেলে। তিনি স্থানীয় ‘পলাশ টেইলার্স’এ দর্জির কাজ করেন।

গতকাল শনিবার নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (বিজরুল) আবাসিক মেডিকেল অফিসার ডা. ইকবাল মাহমুদ লিটন এ অস্ত্রোপচার সম্পন্ন করেন। ডা. ইকবাল মাহমুদ লিটন জানান, ফারুক দীর্ঘদিন ধরে গালে ব্যথা অনুভব করছিলেন। পরীক্ষা-নিরীক্ষার পর অস্ত্রোপচার করে গুলি অপসারণ করা হয়েছে। বর্তমানে তিনি সুস্থ আছেন।

ফারুক হোসেন বলেন, ‘গত বছর ৪ আগস্ট আমি বগুড়ার সাতমাথায় গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করি। সেদিন পুলিশের ছোঁড়া গুলি আমার গালে লাগে। তখন চিকিৎসা করিয়ে সুস্থ হলেও গুলি রয়ে যাওয়ায় মাঝে মধ্যেই ব্যথা করতো। গতকাল অস্ত্রোপচারের মাধ্যমে গুলি বের করা হয়েছে। এখন আমি ভালো আছি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সুদের হার কমানোর পথে ফেড, রাজনৈতিক উত্তেজনা বাড়ছে
পশ্চিম আফ্রিকার উপকূলে নৌ-দুর্ঘটনায় ৫ মৌরিতানিয়ান নিখোঁজ
দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রাও
সিএসএ ভিপি পদে বিজয়ী ছাত্রদল কর্মী রিফাদ
গাজায় ইসরাইলি হামলা জোরদার, নিহত অর্ধশত
যুক্তরাষ্ট্র-জাপান-দক্ষিণ কোরিয়ার মহড়া ‘খারাপ পরিণতি’ বয়ে আনবে : উত্তর কোরিয়া
ফরিদা পারভীনের দাফন হবে কুষ্টিয়ায়
নাইজেরিয়ায় ১৮ নারী ও শিশুকে অপহরণ
পিকেএসএফ ভবন উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
মুন্সীগঞ্জে দেশীয় ধারালো অস্ত্রসহ আটক ২
১০