কুড়িগ্রাম, ২৭ আগস্ট, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কুড়িগ্রাম জেলার জয়মনিরহাটে লিফলেট বিতরণ করা হয়েছে।
গতকাল আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপি’র সদস্য হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মো. ইউনুছ আলী।
এ সময় তিনি স্থানীয় জনগণের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং বিএনপি’র ঘোষিত রাষ্ট্র কাঠামোর ৩১ দফা কর্মসূচির তাৎপর্য তুলে ধরেন।
এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন।
তাদের মধ্যে ছিলেন-ভুরুঙ্গামারী উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক এসছাক আলী মাস্টার ও হাজী আব্দুস সালাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কানন; জয়মনিরহাট ইউনিয়ন বিএনপি’র দুলাল মহরি ও প্রিন্স; জয়মনিরহাট ইউনিয়ন যুবদলের সভাপতি নাসির উদ্দীন, সাধারণ সম্পাদক আতিকুর রহমান মাইদুল, যুগ্ম আহ্বায়ক সুমন হামদি, মতিয়ার রহমান ও ডা. রফিকুল ইসলাম, সদস্য শফিকুল ইসলাম ও ফজলু মিয়া; জয়মনিরহাট ইউনিয়ন ছাত্রদলের সদস্য রিহাব; কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সদস্য মাহবুব হোসেন এবং আন্ধারীঝাড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি বাদল ইসলাম।
বিএনপি’র মিডিয়া সেলের ফেইসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।