কুড়িগ্রামের জয়মনিরহাটে ৩১ দফার লিফলেট বিতরণ করলো বিএনপি

বাসস
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ১৩:২১
বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কুড়িগ্রাম জেলার জয়মনিরহাটে লিফলেট বিতরণ করা হয়েছে। ছবি : বাসস

কুড়িগ্রাম, ২৭ আগস্ট, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কুড়িগ্রাম জেলার জয়মনিরহাটে লিফলেট বিতরণ করা হয়েছে।

গতকাল আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপি’র সদস্য হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মো. ইউনুছ আলী। 

এ সময় তিনি স্থানীয় জনগণের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং বিএনপি’র ঘোষিত রাষ্ট্র কাঠামোর ৩১ দফা কর্মসূচির তাৎপর্য  তুলে ধরেন।

এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন। 

তাদের মধ্যে ছিলেন-ভুরুঙ্গামারী উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক এসছাক আলী মাস্টার ও হাজী আব্দুস সালাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কানন; জয়মনিরহাট ইউনিয়ন বিএনপি’র দুলাল মহরি ও প্রিন্স; জয়মনিরহাট ইউনিয়ন যুবদলের সভাপতি নাসির উদ্দীন, সাধারণ সম্পাদক আতিকুর রহমান মাইদুল, যুগ্ম আহ্বায়ক সুমন হামদি, মতিয়ার রহমান ও ডা. রফিকুল ইসলাম, সদস্য শফিকুল ইসলাম ও ফজলু মিয়া; জয়মনিরহাট ইউনিয়ন ছাত্রদলের সদস্য রিহাব; কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সদস্য মাহবুব হোসেন এবং আন্ধারীঝাড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি বাদল ইসলাম।

বিএনপি’র মিডিয়া সেলের ফেইসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গাজায় যুদ্ধবিরতি বহাল
রাজশাহীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
চাঁদপুরে একমাসে সেনাবাহিনীর ১৫৬ অভিযান
ট্রাম্পকে সর্বোচ্চ নাগরিক সম্মাননা প্রদান করবে ইসরাইল
রাঙ্গামাটিতে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা
সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু
ঝালকাঠিতে দুদকের গণশুনানি, শতাধিক অভিযোগ
ঝিনাইদহে সাপের কামড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
দুর্যোগ প্রশমন দিবসে রাজবাড়ীতে র‌্যালি ও সভা
সারাদেশে দিন-রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা
১০