ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারকে অর্থ সহায়তা এবং শিক্ষাবৃত্তি প্রদান

বাসস
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ১৫:২০
ফেনীর ছাগলনাইয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান। ছবি: বাসস

ফেনী, ২৭ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলার ছাগলনাইয়া উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।

স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব) এর আয়োজনে এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ অ্যালামনাই ইউএসএ, রোটারি ই-ক্লাব অব হেরিটেজ নিউইয়র্ক ও ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব) ইউএসএর আর্থিক সহযোগিতায় বুধবার দুপুরে উপজেলা পরিষদের হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ভাব এর প্রোগ্রাম অফিসার এম.এম. আবদুল্লাহ আল মামুন জানান, ২০২৪ সালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ ৫টি স্কুল ও ২৭টি পরিবারকে আর্থিক সহায়তা এবং ১২৫ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি ও স্কুল ব্যাগ প্রদান করা হয়েছে। 

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ গোলাম কিবরিয়ার সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুবল চাকমা।

বিশেষ অতিথি ছিলেন, ভাব বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসনাইন সবিহ নায়ক, সহকারী কান্ট্রি ডিরেক্টর এম এ আলিম খান, আইটি ও প্রোগ্রাম অফিসার আব্দুল্লাহ আল মামুন, দক্ষিণ বল্লভপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসেন পাটোয়ারী, মধুগ্রাম জিনারহাট ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ আবু মুছা প্রমুখ। 

এ অনুষ্ঠানে উপজেলার ১২৫ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, আর্থিক সহায়তাপ্রাপ্ত ২৭জন অভিভাবক ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, ক্ষতিগ্রস্ত ৫টি শিক্ষা প্রতিষ্ঠানকে দুই লাখ চল্লিশ হাজার টাকার চেক, ২৭টি পরিবারকে ১১ লাখ ৪০ হাজার টাকার চেক এবং ১২৫ জন শিক্ষার্থীর মাঝে ৬ মাসের শিক্ষা বৃত্তি মোট ৪ লাখ ১২ হাজার ৫০০ টাকা ও ১২৫টি স্কুল ব্যাগ প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশজুড়ে ৩১ হাজার ৫৭৬ পূজামণ্ডপের নিরাপত্তায় ২ লক্ষাধিক আনসার-ভিডিপি মোতায়েন থাকবে
অন্তর্বর্তী সরকারের আমলেই কুমিল্লা নামে বিভাগ প্রতিষ্ঠা সম্ভব
চট্টগ্রামে পাহাড় থেকে ৬ ‘অস্ত্রধারী সন্ত্রাসী‘ আটক
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে অভিযানে ২৫ জন আটক
বাংলাদেশিদের ঝুঁকিপূর্ণ অভিবাসন পথ এড়িয়ে চলার আহ্বান
ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ ও বিশ্বরোড অংশের কাজ দ্রুত শেষ হবে : সড়ক পরিবহন সচিব
এনসিপির নিবন্ধনের সাথে শাপলা প্রতীক দিতে হবে : নাসির উদ্দিন পাটোয়ারী
অস্ত্র মামলায় রিমান্ড শেষে কারাগারে টগর
সৌদি আরব বাংলাদেশের জনগণের হৃদয়ে বিশেষ স্থান অধিকার করে আছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
দুর্গাপূজা উপলক্ষে খাগড়াছড়িতে সেনাবাহিনীর শুভেচ্ছা উপহার প্রদান
১০