ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারকে অর্থ সহায়তা এবং শিক্ষাবৃত্তি প্রদান

বাসস
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ১৫:২০
ফেনীর ছাগলনাইয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান। ছবি: বাসস

ফেনী, ২৭ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলার ছাগলনাইয়া উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।

স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব) এর আয়োজনে এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ অ্যালামনাই ইউএসএ, রোটারি ই-ক্লাব অব হেরিটেজ নিউইয়র্ক ও ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব) ইউএসএর আর্থিক সহযোগিতায় বুধবার দুপুরে উপজেলা পরিষদের হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ভাব এর প্রোগ্রাম অফিসার এম.এম. আবদুল্লাহ আল মামুন জানান, ২০২৪ সালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ ৫টি স্কুল ও ২৭টি পরিবারকে আর্থিক সহায়তা এবং ১২৫ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি ও স্কুল ব্যাগ প্রদান করা হয়েছে। 

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ গোলাম কিবরিয়ার সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুবল চাকমা।

বিশেষ অতিথি ছিলেন, ভাব বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসনাইন সবিহ নায়ক, সহকারী কান্ট্রি ডিরেক্টর এম এ আলিম খান, আইটি ও প্রোগ্রাম অফিসার আব্দুল্লাহ আল মামুন, দক্ষিণ বল্লভপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসেন পাটোয়ারী, মধুগ্রাম জিনারহাট ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ আবু মুছা প্রমুখ। 

এ অনুষ্ঠানে উপজেলার ১২৫ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, আর্থিক সহায়তাপ্রাপ্ত ২৭জন অভিভাবক ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, ক্ষতিগ্রস্ত ৫টি শিক্ষা প্রতিষ্ঠানকে দুই লাখ চল্লিশ হাজার টাকার চেক, ২৭টি পরিবারকে ১১ লাখ ৪০ হাজার টাকার চেক এবং ১২৫ জন শিক্ষার্থীর মাঝে ৬ মাসের শিক্ষা বৃত্তি মোট ৪ লাখ ১২ হাজার ৫০০ টাকা ও ১২৫টি স্কুল ব্যাগ প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চট্টগ্রাম-বরিশাল ম্যাচে তৃতীয় দিন মাঠে গড়িয়েছে ১৫ ওভার
তিনটি আসন থেকে নির্বাচন করবেন খালেদা জিয়া
বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন
সাতক্ষীরা সীমান্তে তিনমাসে প্রায় ২১ কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ 
খুলনাকে হারিয়ে প্রথম জয় রাজশাহীর
বিএনপির মনোনয়ন ঘোষণা: খালেদা জিয়া ৩টি ও তারেক রহমান একটি আসনে প্রার্থী
সাতক্ষীরায় বিআরটিএ’র ১৮ কোটি ৬৮ লাখ টাকা রাজস্ব আদায় 
সেঞ্চুরির স্বপ্ন নিয়ে দিন শেষ করলেন মুশফিক
পুলিশে ২৭৩ জন উপ-পরিদর্শককে পরিদর্শক পদে পদোন্নতি
বাউয়েট ক্যাম্পাসে দিনব্যাপী প্রযুক্তি মেলা 
১০