সাবেক মন্ত্রী সাইফুজ্জামানের আরও ১২০টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

বাসস
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ১৭:৪৩
সাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। ছবি : সংগৃহীত

ঢাকা, ২৮ আগস্ট, ২০২৫ (বাসস) : সাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানের নামে থাকা ১২০টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত।

‎আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলাম এ  তথ্য জানান।

আবেদনে বলা হয়েছে, সাইফুজ্জামান চৌধুরী ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানিলন্ডারিং এর অভিযোগ অনুসন্ধানের জন্যে দুর্নীতি দমন কমিশন, সিআইডি এবং জাতীয় রাজস্ব বোর্ডের নয়জন সদস্যের সমন্বয়ে একটি যৌথ অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। অনুসন্ধানকালে আদালতের আদেশে অভিযোগ সংশ্লিষ্ট সাইফুজ্জামান চৌধুরী ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের ৩৯টি ব্যাংক হিসাব ইতোমধ্যে অবরুদ্ধ করা হয়েছে। 

পরবর্তীতে বিএফআইইউ কর্তৃক ১২০টি ব্যাংক হিসাবসমূহের তথ্য পাওয়া যায়।  হিসাবসমূহ ও ব্যক্তিদের বিরুদ্ধে অনুসন্ধান চলমান রয়েছে। হিসাবসমূহ ও ব্যক্তিদের সঙ্গে অভিযোগ সংশ্লিষ্ট  সাইফুজ্জামান চৌধুরী ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানের সম্পৃক্ততার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এ জন্য অনুসন্ধান চলমান থাকাবস্থায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহ অবরুদ্ধ করা প্রয়োজন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতিসহ দুইজন কারাগারে
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
আগামীকাল ঝালকাঠিতে দুদকের গণশুনানি
১০