অক্টোবরে কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু হবে : শেখ বশিরউদ্দীন

বাসস
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ১৮:৩৬
বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার বিমানবন্দরের উন্নয়ন কাজের অগ্রগতি সরেজমিন পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। ছবি: বাসস

কক্সবাজার, ২৮ আগস্ট, ২০২৫ (বাসস) : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন আজ বলেছেন, আগামী অক্টোবরের মাঝামাঝি সময়ে কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু হবে। সে লক্ষ্যে দ্রুতগতিতে কাজ এগিয়ে চলছে। এরই মধ্যে আন্তর্জাতিক টার্মিনাল ভবন নির্মাণ কাজের ৮০ শতাংশ শেষ হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার বিমানবন্দরের উন্নয়ন কাজের অগ্রগতি সরেজমিন পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

এর আগে তিনি বিমানবন্দর কর্তৃপক্ষ ও প্রকল্প কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। পরে আন্তর্জাতিক টার্মিনাল ভবনের বিভিন্ন কাজ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শেখ বশিরউদ্দীন বলেন, ‘প্রথমে একটি বিমান দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট চালু করা হবে। এরপর ধাপে ধাপে ফ্লাইট সংখ্যা বাড়ানো হবে। যাত্রীদের আকর্ষণীয় মূল্যে টিকিট দেয়ার চেষ্টা থাকবে।’

পরিদর্শনকালে উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব বেগম নাসরীন জাহান, কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিনসহ বিভিন্ন দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে রেমিট্যান্স প্রবাহ ২৪.৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে
নগরজীবনের মানোন্নয়নে অভ্যন্তরীণ সহযোগিতা ও স্থানীয় অংশীদারিত্ব জোরদার করবে এডিবি
সুকুক সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন ড. আনিসুজ্জামান
মেজর জেনারেল মেসবাহউদ্দিন আহমেদ চা বোর্ডের নতুন চেয়ারম্যান
আর্থিক চাহিদা পূরণে পুঁজিবাজার থেকে তহবিল সংগ্রহের আহ্বান অর্থ উপদেষ্টার
সিরাজগঞ্জ সরকারি কলেজে ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা
আপিল বিভাগের অবকাশকালীন বেঞ্চে বিচারপতি ফারাহ মাহবুব মনোনীত
পাকিস্তানের সীমান্ত এলাকায় বিমান হামলায় নিহত ২৩: পুলিশ, নিরাপত্তা সূত্র
নওগাঁয় শিক্ষার্থীদের স্কুলমুখী করতে অর্থ সহায়তা
ক্যান্সার প্রতিরোধে দিনাজপুরে সচেতনতামূলক সেমিনার
১০