দক্ষিণ কোরিয়ায় গ্রীষ্মের উষ্ণতার রেকর্ড ২০২৪ সালকে ছাড়িয়েছে

বাসস
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৭:০০

ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : দক্ষিণ কোরিয়ায় ২০২৫ সালে উষ্ণতম গ্রীষ্মকাল রেকর্ড করা হয়েছে, যা গত বছরের তাপমাত্রাকে ছাড়িয়ে গেছে। 

সরকারি তথ্যের বরাত দিয়ে সোমবার সিউল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

কোরিয়া আবহাওয়া প্রশাসন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত গড় তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, যা ১৯৭৩ সালে তথ্য সংগ্রহ শুরু হওয়ার পর থেকে সর্বোচ্চ।’ 

এই সময়ে পূর্ববর্তী রেকর্ড ছিল ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

দক্ষিণ ও উত্তর কোরিয়া তাদের উষ্ণতম জুন মাসও পার করেছে। উভয় দেশেই এ সময় তাপমাত্রা আগের চেয়ে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল।

সরকারি তথ্যে দেখা গেছে, তিন মাসের মধ্যে তাপপ্রবাহের দিনগুলোয় দৈনিক তাপমাত্রা  ৩৩ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি  ছিল। তিন মাসের মধ্যে তাপমাত্রা ছিল ২৮.১ ডিগ্রি সেলসিয়াস, যা ১৯৭৩ সালের পর তৃতীয় সর্বোচ্চ তাপমাত্রা।

দেশটি  দীর্ঘ খরার মুখোমুখি থাকাকালে পূর্ব উপকূলীয় নগরী গ্যাংনিউং-এ এর ব্যাপক প্রভাব দেখা দেয়।

কয়েক সপ্তাহ ধরে বৃষ্টি না হওয়ায়, নগরীর পাইপযুক্ত পানির প্রধান উৎস ওবং জলাধারের পানির স্তর ১৫ শতাংশের নিচে নেমে যাওয়ায় ২ লাখ জনসংখ্যার নগরীটিতে জাতীয় দুর্যোগ ঘোষণা করা হয়। 

শুষ্ক আবহাওয়ার কারণে কর্তৃপক্ষ পানি সরবরাহের ওপর বিধিনিষেধ আরোপ করতে বাধ্য হয়। এর অংশ হিসেবে ৭৫ শতাংশ পরিবারের মিটার বন্ধ করে দেওয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্পেন ও ফ্রান্সে ভারী বৃষ্টিপাত, একজনের প্রাণহানি
স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনয়ন প্রস্তাব আহ্বান: শেষ সময় ১০ নভেম্বর
নাটোরে উন্নয়নে সম্পৃক্ততার লক্ষ্যে নারী সমাবেশ
সাতক্ষীরা সীমান্তে ১৫ জনকে হস্তান্তর করেছে বিএসএফ
যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ চান মাদুরো
দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরে ৩০০ নারী-পুরুষকে উপহার 
চাকসুতে বাতিল হচ্ছে ১৯ জনের প্রার্থিতা
ইউক্রেনের ড্রোন হামলায় ক্রিমিয়ায় হতাহত ১৯
দেশজুড়ে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি, ৩ বিভাগে ভারী বর্ষণের সম্ভাবনা
ইতিহাস, ঐতিহ্য, রুচি ও আভিজাত্যের সাক্ষী রোজ গার্ডেন
১০