ঢাকা, ১২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): গাজীপুরের সদর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি আগ্নেয়াস্ত্রসহ এক জনকে গ্রেফতার করেছে র্যাব-১।
আজ র্যাব-১-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের রাজেন্দ্রপুর চৌরাস্তা সংলগ্ন হোটেল নিরিবিলির সামনে পাকা রাস্তার ওপর থেকে আসামী মো. আব্দুল ওয়াদুদকে (৫০) গ্রেফতার করে।
এ সময় একটি একনলা বন্দুক, একটি মোবাইল ফোন, একটি সিম কার্ড, একটি চামড়ার ব্যাগ ও ২ হাজার ৭৫০ টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
র্যাবের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. পারভেজ রানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃত আসামীকে ও উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র থানায় হস্তান্তর করা হয়েছে।