সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ

বাসস
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৪২ আপডেট: : ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৪৭
সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় শাড়ি ও কসমেটিক্সসহ বিভিন্ন চোরাচালানী পণ্য জব্দ করেছে বিজিবি। ছবি: বাসস

সাতক্ষীরা, ১২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় আজ সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্ত থেকে ভারতীয় শাড়ি ও কসমেটিক্সসহ বিভিন্ন চোরাচালানী পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

আজ শুক্রবার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার ভোমরা, গাজীপুর, কুশখালী, কাকডাঙ্গা, তলুইগাছা, ঝাউডাঙ্গা, মাদরা ও বাঁকাল চেকপোষ্ট বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়। 

বিজিবি সূত্রে জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার বাঁশকল নামক স্থান হতে ভারতীয় শাড়ি ও কসমেটিক্স, গাজীপুর বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার গাজীপুর নামক স্থান হতে ভারতীয় ওষুধ, মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার চাঁন্দা আমবাগান নামক স্থান হতে ৬ বোতল ভারতীয় মদ ও ওষুধ জব্দ করে।

এছাড়া, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার রেউই বাজার নামক স্থান হতে ভারতীয় ওষুধ, চান্দুড়িয়া বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার বটতলা নামক স্থান হতে ভারতীয় শাড়ি, তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার নটিজঙ্গল নামক স্থান হতে ভারতীয় ওষুধ, কাঁকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার ভাদিয়ালী ও মজুমদার খাল নামক স্থান হতে ভারতীয় ওষুধ ও শাড়ি, কুশখালী বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার ছয়ঘরিয়া নামক স্থান হতে এবং বাঁকাল চেকপোষ্ট এর বিশেষ আভিযানিক দল চেকপোষ্ট এলাকা নামক স্থান হতে ভারতীয় ওষুধ জব্দ করে। জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য ১০ লাখ ৮৭ হাজার চারশ’ টাকা। 

বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে এবং মাদকদ্রব্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাতক্ষীরা কার্যালয়ে সাধারণ ডায়েরী করে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে বিজিবি ষ্টোরে জমা রাখা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বৈষম্যহীন সমাজ গঠনে মানবতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান : মানবাধিকার কনভেনশনে বক্তারা
সিআইডির ছায়া তদন্তে ডাকাতির রহস্য উদঘাটন ও ডাকাত সর্দার গ্রেফতার
শহিদুল আলম বাংলাদেশের অবিচল মনোবলের এক উজ্জ্বল প্রতীক : প্রধান উপদেষ্টা
নৌপরিবহন উপদেষ্টার সাথে আইএমও’র মহাসচিবের বৈঠক
ঢাবিতে অনুষ্ঠিত হলো  দুই দিনব্যাপী  জাতীয় বিতর্ক উৎসব
আইনজীবী ফোরামের নেতাদের সঙ্গে পিরোজপুর জেলা বিএনপির মতবিনিময়
ডিএমপির বিশেষ অভিযানে ১৪ জন গ্রেফতার
কন্যাশিশু নির্যাতন ও সহিংসতা থেকে উত্তরণে ১১টি সুপারিশ তুলে ধরেছে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম
ট্রাফিক আইন লঙ্ঘনে গত চার দিনে ডিএমপির ৫,০৯৯টি মামলা
মহানবী (সা.)-এর সীরাতের প্রামাণ্য উপস্থাপন মানুষের অন্তরে প্রোথিত থাকবে : ধর্ম উপদেষ্টা
১০