ঢাকা, ১৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশের প্রতিটি সেক্টরের আমুল সংস্কারের জন্য শিক্ষা খাতে গুরুত্ব দিতে হবে বলে মন্তব্য করেছেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।
শনিবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত ‘কেমন হবে আমাদের পাঠ্যপুস্তক?’ শীর্ষক আলোচনায় এই কথা বলেন তিনি।
অধ্যাপক মোহাম্মদ আজম বলেন, জাতিসংঘ যেকোনো দেশের জিডিপি’র অন্তত ৬ শতাংশ শিক্ষা বাজেট হিসেবে রাখতে পরামর্শ দেয়। পশ্চিমা দেশগুলোতে শিক্ষাখাতে প্রায় ৮ শতাংশ বাজেট থাকে। অথচ আমাদের দেশে শিক্ষা খাতের বাজেট প্রয়োজনের তুলনায় অপ্রতুল।
তিনি আরো বলেন, রাজনৈতিক দলগুলো নির্বাচনকে কেন্দ্র করে যে ইশতেহার জাতির সামনে তুলে ধরে, সে ইশতেহারের শুরুতেই শিক্ষা খাতে তারা বাজেট বৃদ্ধি করবে কি-না তা নিয়ে আলাপ-আলোচনা করা উচিত।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত আলোচনা অনুষ্ঠানে অন্যান্য অতিথিরা শিক্ষার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।