সন্ত্রাসবাদ দমনে ফ্রান্স ও যুক্তরাজ্য প্রতিনিধিদলের সাথে এটিইউ প্রধানের সাক্ষাৎ

বাসস
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯:১৫
প্রধান অতিরিক্ত আইজিপি রেজাউল করিমের সাথে ফ্রান্স ও যুক্তরাজ্যের প্রতিনিধি দলের পৃথক সৌজন্য সাক্ষাৎ। ছবি : বাসস

ঢাকা, ১৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): সন্ত্রাসবাদ দমন ও প্রতিরোধে পারস্পরিক সহযোগিতা জোরদারে নবনিযুক্ত পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (এটিইউ) প্রধান অতিরিক্ত আইজিপি মো. রেজাউল করিমের সাথে ফ্রান্স ও যুক্তরাজ্যের প্রতিনিধি দল পৃথক সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রাজধানীর এটিইউ সদর দপ্তরে আজ শনিবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত বৈঠকে অংশ নেন ফরাসি দূতাবাসের প্রতিনিধি দল। ডেপুটি হোমল্যান্ড সিকিউরিটি অ্যাটাশে লেফটেন্যান্ট কর্নেল ক্রিস্টেল ফন্টেইন বৈঠকে নেতৃত্ব দেন। এ সময় ডেপুটি হেড অব মিশন ফ্রেডেরিক ইনজা উপস্থিত ছিলেন। 

আলোচনায় এটিইউর কার্যক্রম নিয়ে একটি সংক্ষিপ্ত ব্রিফিং দেওয়া হয়। ফরাসি প্রতিনিধি দল বাংলাদেশে সন্ত্রাসবাদ মোকাবেলায় এটিইউর কর্মকৌশলের প্রশংসা করেন এবং বিভিন্ন বিষয় জানতে আগ্রহ প্রকাশ করেন।

এটিইউ প্রধান প্রতিনিধিদলকে জানান, হলি আর্টিজান হামলার পর বাংলাদেশে আর বড় ধরনের কোনো জঙ্গি হামলার ঘটনা ঘটেনি। সংস্থাটি নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে। উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করছে এবং ওপেন সোর্স ইন্টেলিজেন্স টুলসের মাধ্যমে অনলাইন পর্যবেক্ষণ কার্যক্রম চালাচ্ছে। বৈঠকে তথ্য বিনিময় ও সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে দুই পক্ষই একমত হ]ন।

পরে বেলা ৩টা থেকে ৪টা পর্যন্ত যুক্তরাজ্য প্রতিনিধি দলের সঙ্গে এটিইউ প্রধানের আরেকটি বৈঠক অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্য প্রতিনিধি দলে ছিলেন- কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট, ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস-এর ডেপুটি হেড  সাকিনা আলম এবং  মুলিন। 

বৈঠকে বাংলাদেশ সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় সন্ত্রাসবাদ প্রতিরোধে গৃহীত নানা উদ্যোগ তুলে ধরা হয়। 

উভয় পক্ষ অভিজ্ঞতা বিনিময়, কার্যকর কৌশল ভাগাভাগি এবং গোয়েন্দা তথ্য আদান-প্রদান অব্যাহত রাখার বিষয়ে সম্মত হন।

উভয় বৈঠকে এটিইউর বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা অংশ নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বৈষম্যহীন সমাজ গঠনে মানবতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান : মানবাধিকার কনভেনশনে বক্তারা
সিআইডির ছায়া তদন্তে ডাকাতির রহস্য উদঘাটন ও ডাকাত সর্দার গ্রেফতার
শহিদুল আলম বাংলাদেশের অবিচল মনোবলের এক উজ্জ্বল প্রতীক : প্রধান উপদেষ্টা
নৌপরিবহন উপদেষ্টার সাথে আইএমও’র মহাসচিবের বৈঠক
ঢাবিতে অনুষ্ঠিত হলো  দুই দিনব্যাপী  জাতীয় বিতর্ক উৎসব
আইনজীবী ফোরামের নেতাদের সঙ্গে পিরোজপুর জেলা বিএনপির মতবিনিময়
ডিএমপির বিশেষ অভিযানে ১৪ জন গ্রেফতার
কন্যাশিশু নির্যাতন ও সহিংসতা থেকে উত্তরণে ১১টি সুপারিশ তুলে ধরেছে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম
ট্রাফিক আইন লঙ্ঘনে গত চার দিনে ডিএমপির ৫,০৯৯টি মামলা
মহানবী (সা.)-এর সীরাতের প্রামাণ্য উপস্থাপন মানুষের অন্তরে প্রোথিত থাকবে : ধর্ম উপদেষ্টা
১০