পিরোজপুরে ঝুঁকিপূর্ণ পুলিশ ব্যারাকের সংস্কার কাজ শুরু

বাসস
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৩৬
পিরোজপুরে ঝুঁকিপূর্ণ পুলিশ ব্যারাক হাউজ এর পুনঃসংস্কার কাজ এর উদ্বোধন। ছবি: বাসস

পিরোজপুর, ১৩ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : জেলায় আজ পুলিশ লাইন্সের ঝুঁকিপূর্ণ তিনতলা বিশিষ্ট পুরুষ পুলিশ ব্যারাক হাউজের সংস্কার কাজ শুরু হয়েছে।

দুইহাজার ৮৭২ বর্গফুট আয়তনের ভবনটির সংস্কারে ব্যয় হবে দুইকোটি ৩৫ লাখ টাকা। পিরোজপুর গণপূর্ত বিভাগ এ কাজ বাস্তবায়ন করবে। 

আজ শনিবার সকাল ১০ টায় পিরোজপুরের পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের এ সংস্কার কাজের উদ্বোধন করেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আগামী দু’মাসের মধ্যে ভবনের সংস্কার কাজ শেষ হবে। দীর্ঘদিন ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা তিনশ’ পুলিশ সদস্যের জন্য নির্মিত এ ভবনের বিভিন্ন পিলার নষ্ট হয়ে গেছে। এছাড়া ছাদ ও দেয়ালের পলেস্তরা বিভিন্ন স্থানে ধ্বসে পড়েছে। পিরোজপুর গণপূর্ত বিভাগ ‘রেটরোফিটিং’ পদ্ধতিতে নষ্ট পিলার ও ছাদকে শক্তিশালী করবে। এছাড়া ধ্বসে পড়া পলেস্তরার অংশ মেরামত করার পাশাপাশি ভবনটি রং করে ঝকঝকে করা হবে। ১৯৯০ সালে নির্মিত ২ হাজার ৮৭২ বর্গফুট আয়তনের ভবনটির সংস্কারে ব্যয় হবে ২ কোটি ৩৫ লাখ টাকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পুলিশে ২৭৩ জন উপ-পরিদর্শককে পরিদর্শক পদে পদোন্নতি
গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি প্রধান সমন্বয়কারী ও আবুল হাসান রুবেল নির্বাহী সমন্বয়কারী নির্বাচিত
৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন
এডিবির স্বাধীন মূল্যায়নে বাণিজ্য অর্থায়নের সাফল্য তুলে ধরা হয়েছে
স্পেনে বন্যাদুর্গত অঞ্চলের নেতার পদত্যাগের ঘোষণা
গোপনে পারমাণবিক পরীক্ষা চালিয়েছে রাশিয়া ও চীন : ট্রাম্প
চট্টগ্রামকে টেকসই পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: চসিক মেয়র 
১৮ বছর পর পাকিস্তানের মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের মিশন দক্ষিণ আফ্রিকার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, প্রথম দফায় ২৩৭ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
সংঘর্ষ পূর্ব দিকে ছড়িয়ে পড়ায় দারফুর থেকে হাজারো মানুষ পালিয়েছে: জাতিসংঘ
১০