সাতক্ষীরায় শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন ছাত্র প্রতিনিধিরা 

বাসস
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২১:২২
ছবি : বাসস

সাতক্ষীরা, ১৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জুলাই আন্দোলনে সাতক্ষীরার প্রথম শহীদ আসিফ হাসানসহ জেলার সকল শহীদদের পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের নবনির্বাচিত ভিপি আহসান হাবীব ইমরোজের নেতৃত্বাধীন ছাত্র প্রতিনিধিদের একটি দল। 

আজ শনিবার দুপুরে প্রথমে দেবহাটা উপজেলার আস্কারপুরস্থ শহীদ আসিফ হাসানের বাড়িতে যান তারা।

এসময় তারা শহীদ পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে কিছু উপহার সামগ্রী দেন। এরপর তারা শহীদ আসিফ হাসানের কবর জিয়ারত করেন।

এসময় শহীদ আসিফের স্মৃতিচারণ করে তারা বলেন, তরুণ প্রজন্মকে তার (আসিফ) আদর্শ ধারণ করে দেশ ও সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে।

পরে তারা আশাশুনিসহ জেলার বিভিন্ন এলাকার শহীদ পরিবারের সদস্যদের খোঁজ খবর নিতে ছুটে যান। এসময় নেতৃবৃন্দ শহীদ পরিবারের খোঁজখবর নেন এবং যে কোনো প্রয়োজনে তাদের পাশে থাকার আশ্বাস দেন। 

এসময় অন্যান্যের মধ্যে ঢাকা কলেজের ছাত্র ও সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি রেজায়ান হুসাইন, কলারোয়া শেখ আমানুলসহ ডিগ্রী কলেজের ছাত্রনেতা সাইফুল ইসলাম রনি, বৈষম্য বিরোধী আন্দোলনের সাবেক সহ-সমন্বয়ক নাহিদ হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিহাব জামিল প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পুলিশে ২৭৩ জন উপ-পরিদর্শককে পরিদর্শক পদে পদোন্নতি
গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি প্রধান সমন্বয়কারী ও আবুল হাসান রুবেল নির্বাহী সমন্বয়কারী নির্বাচিত
৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন
এডিবির স্বাধীন মূল্যায়নে বাণিজ্য অর্থায়নের সাফল্য তুলে ধরা হয়েছে
স্পেনে বন্যাদুর্গত অঞ্চলের নেতার পদত্যাগের ঘোষণা
গোপনে পারমাণবিক পরীক্ষা চালিয়েছে রাশিয়া ও চীন : ট্রাম্প
চট্টগ্রামকে টেকসই পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: চসিক মেয়র 
১৮ বছর পর পাকিস্তানের মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের মিশন দক্ষিণ আফ্রিকার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, প্রথম দফায় ২৩৭ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
সংঘর্ষ পূর্ব দিকে ছড়িয়ে পড়ায় দারফুর থেকে হাজারো মানুষ পালিয়েছে: জাতিসংঘ
১০