সাতক্ষীরায় শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন ছাত্র প্রতিনিধিরা 

বাসস
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২১:২২
ছবি : বাসস

সাতক্ষীরা, ১৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জুলাই আন্দোলনে সাতক্ষীরার প্রথম শহীদ আসিফ হাসানসহ জেলার সকল শহীদদের পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের নবনির্বাচিত ভিপি আহসান হাবীব ইমরোজের নেতৃত্বাধীন ছাত্র প্রতিনিধিদের একটি দল। 

আজ শনিবার দুপুরে প্রথমে দেবহাটা উপজেলার আস্কারপুরস্থ শহীদ আসিফ হাসানের বাড়িতে যান তারা।

এসময় তারা শহীদ পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে কিছু উপহার সামগ্রী দেন। এরপর তারা শহীদ আসিফ হাসানের কবর জিয়ারত করেন।

এসময় শহীদ আসিফের স্মৃতিচারণ করে তারা বলেন, তরুণ প্রজন্মকে তার (আসিফ) আদর্শ ধারণ করে দেশ ও সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে।

পরে তারা আশাশুনিসহ জেলার বিভিন্ন এলাকার শহীদ পরিবারের সদস্যদের খোঁজ খবর নিতে ছুটে যান। এসময় নেতৃবৃন্দ শহীদ পরিবারের খোঁজখবর নেন এবং যে কোনো প্রয়োজনে তাদের পাশে থাকার আশ্বাস দেন। 

এসময় অন্যান্যের মধ্যে ঢাকা কলেজের ছাত্র ও সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি রেজায়ান হুসাইন, কলারোয়া শেখ আমানুলসহ ডিগ্রী কলেজের ছাত্রনেতা সাইফুল ইসলাম রনি, বৈষম্য বিরোধী আন্দোলনের সাবেক সহ-সমন্বয়ক নাহিদ হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিহাব জামিল প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শহিদুল আলম বাংলাদেশের অবিচল মনোবলের এক উজ্জ্বল প্রতীক : প্রধান উপদেষ্টা
নৌপরিবহন উপদেষ্টার সাথে আইএমও’র মহাসচিবের বৈঠক
ঢাবিতে অনুষ্ঠিত হলো  দুই দিনব্যাপী  জাতীয় বিতর্ক উৎসব
আইনজীবী ফোরামের নেতাদের সঙ্গে পিরোজপুর জেলা বিএনপির মতবিনিময়
ডিএমপির বিশেষ অভিযানে ১৪ জন গ্রেফতার
কন্যাশিশু নির্যাতন ও সহিংসতা থেকে উত্তরণে ১১টি সুপারিশ তুলে ধরেছে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম
ট্রাফিক আইন লঙ্ঘনে গত চার দিনে ডিএমপির ৫,০৯৯টি মামলা
মহানবী (সা.)-এর সীরাতের প্রামাণ্য উপস্থাপন মানুষের অন্তরে প্রোথিত থাকবে : ধর্ম উপদেষ্টা
আয়ারল্যান্ড সিরিজের সূচি প্রকাশ
জাতীয় নিরাপত্তা উপদেষ্টার যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক 
১০