সাতক্ষীরায় শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন ছাত্র প্রতিনিধিরা 

বাসস
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২১:২২
ছবি : বাসস

সাতক্ষীরা, ১৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জুলাই আন্দোলনে সাতক্ষীরার প্রথম শহীদ আসিফ হাসানসহ জেলার সকল শহীদদের পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের নবনির্বাচিত ভিপি আহসান হাবীব ইমরোজের নেতৃত্বাধীন ছাত্র প্রতিনিধিদের একটি দল। 

আজ শনিবার দুপুরে প্রথমে দেবহাটা উপজেলার আস্কারপুরস্থ শহীদ আসিফ হাসানের বাড়িতে যান তারা।

এসময় তারা শহীদ পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে কিছু উপহার সামগ্রী দেন। এরপর তারা শহীদ আসিফ হাসানের কবর জিয়ারত করেন।

এসময় শহীদ আসিফের স্মৃতিচারণ করে তারা বলেন, তরুণ প্রজন্মকে তার (আসিফ) আদর্শ ধারণ করে দেশ ও সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে।

পরে তারা আশাশুনিসহ জেলার বিভিন্ন এলাকার শহীদ পরিবারের সদস্যদের খোঁজ খবর নিতে ছুটে যান। এসময় নেতৃবৃন্দ শহীদ পরিবারের খোঁজখবর নেন এবং যে কোনো প্রয়োজনে তাদের পাশে থাকার আশ্বাস দেন। 

এসময় অন্যান্যের মধ্যে ঢাকা কলেজের ছাত্র ও সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি রেজায়ান হুসাইন, কলারোয়া শেখ আমানুলসহ ডিগ্রী কলেজের ছাত্রনেতা সাইফুল ইসলাম রনি, বৈষম্য বিরোধী আন্দোলনের সাবেক সহ-সমন্বয়ক নাহিদ হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিহাব জামিল প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সরকার উৎখাতের ষড়যন্ত্র : বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক কারাগারে
আউট সোর্সিং নীতিমালা-২০২৫ মেনে চলার আহ্বান কর্মচারী ঐক্য পরিষদের
অসহিষ্ণুতা কাটিয়ে মনুষ্যত্ব অর্জনই হোক আমাদের অঙ্গীকার : তারেক রহমান
জাকের-শামীমের ব্যাটিংয়ে শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১৩৯ রান
শব্দ ও বায়ুদূষণবিরোধী অভিযানে অর্থদণ্ড ও হাইড্রলিক হর্ন জব্দ
বাংলামোটরে মিছিল : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১১ নেতাকর্মী কারাগারে
গাজা সিটি ছেড়েছে আড়াই লক্ষাধিক বাসিন্দা : ইসরাইলি সেনাবাহিনী
নির্বাচিত হলে দুই মাসে গ্যাস সুবিধা পাবে নাটোর : দুলু
জুলাই সনদের বিষয়ে ঐক্যের আহ্বান গোলাম পরওয়ারের
বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যে কুয়েটে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত
১০