লক্ষ্মীপুরে শিল্পকলা একাডেমি সম্মাননা পেলেন ১৯ গুণী শিল্পী

বাসস
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২২:০৫
ছবি : বাসস

লক্ষ্মীপুর, ১৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : লক্ষ্মীপুরে বিভিন্ন ক্যাটাগরিতে ১৯ জন গুণী শিল্পীকে শিল্পকলা একাডেমি সম্মাননা প্রদান করা হয়েছে।

গতকাল শুক্রবার রাত ৮টার দিকে লক্ষ্মীপুর টাউন হল ও পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ আয়োজন করা হয়। বিভিন্ন বিষয়ে নৈপূণ্য অর্জনকারী শিল্পীদেরকে এ সম্মাননা দেওয়া হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খীসার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।

বিশেষ অতিথি ছিলেন, লক্ষ্মীপুর পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জসীম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ রেজাউল হক প্রমুখ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, অনুষ্ঠানের শুরুতে শিল্পীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে ২০১৭ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত বিভিন্ন বিষয়ে গুণী শিল্পীদেরকে এ সম্মাননা দেওয়া হয়। এর মধ্যে কণ্ঠ সংগীত, নাট্যকলা, আবৃত্তি, যন্ত্রসংগীত, লোক সংস্কৃতি, যাত্রাশিল্প ও চারুকলা বিষয়ে গুণী ব্যক্তিরা রয়েছেন।

প্রধান অতিথির বক্তব্যে রাজীব কুমার সরকার বলেন, শিল্পীদের তাদের প্রাপ্য সম্মান থেকে বঞ্চিত করা একটি বড় ধরনের অপরাধ। আমরা এই অপরাধের দায়ভার নিতে চাই না। আমরা চাই প্রত্যেক বছর নিয়মিতভাবে যেন গুণী শিল্পীরা শিল্পকলা একাডেমি সম্মাননা পায়।

পরে শিল্পকলা একাডেমির শিল্পীদের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন অতিথিরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বরেণ্য সংগীতশিল্পী ফরিদা পারভীন মারা গেছেন
সরকার উৎখাতের ষড়যন্ত্র : বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক কারাগারে
আউট সোর্সিং নীতিমালা-২০২৫ মেনে চলার আহ্বান কর্মচারী ঐক্য পরিষদের
অসহিষ্ণুতা কাটিয়ে মনুষ্যত্ব অর্জনই হোক আমাদের অঙ্গীকার : তারেক রহমান
জাকের-শামীমের ব্যাটিংয়ে শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১৩৯ রান
শব্দ ও বায়ুদূষণবিরোধী অভিযানে অর্থদণ্ড ও হাইড্রলিক হর্ন জব্দ
বাংলামোটরে মিছিল : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১১ নেতাকর্মী কারাগারে
গাজা সিটি ছেড়েছে আড়াই লক্ষাধিক বাসিন্দা : ইসরাইলি সেনাবাহিনী
নির্বাচিত হলে দুই মাসে গ্যাস সুবিধা পাবে নাটোর : দুলু
জুলাই সনদের বিষয়ে ঐক্যের আহ্বান গোলাম পরওয়ারের
১০