নাটোরে ৪ মণ গাঁজাসহ চারজন গ্রেফতার

বাসস
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৩:২৬

নাটোর, ১৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় পৃথক দুটি অভিযানে চার মণ ১৪ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। আজ রোববার সকালে জেলা গোয়েন্দা পুলিশ শহরের বনবেলঘড়িয়া পশ্চিম বাইপাস এলাকায় বাস ও ট্রাকে তল্লাশি চালিয়ে গাঁজাসহ তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন; চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শেখটোলা মহল্লার মজুর পুত্র মো. লালন (২৫) এবং একই মহল্লার সাইদুর রহমানের পুত্র মো. সাবেরুল ইসলাম শহিদ (৩৫), একই জেলার নাচোল উপজেলার ভগরইল (মধ্যপাড়া)   গ্রামের দুলাল উদ্দীনের পুত্র আব্দুল ওয়াদুদ (২৫) এবং একই এলাকার মৃত বাহার আলীর  পুত্র  মো. ফসের আলী  সোহেল (২৯)।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল শহরের বনবেলঘরিয়া পশ্চিম বাইপাসে ভোর সাড়ে পাঁচটায় চেকপোস্ট বসিয়ে ঢাকা  থেকে চাঁপাইনবাবগঞ্জগামী একটি ট্রাকে (ঢাকা-মেট্রো-ট-১৫-০২২৭) তল্লাশি চালায়। এ সময় প্লাস্টিকের ক্যারেটে ৪ মণ গাঁজা পাওয়া যায়। গাঁজাসহ লালন ও শহিদকে  গ্রেফতার করা হয়।

একই এলাকায় আজ সকাল সাড়ে ছয়টার দিকে চেকপোস্ট বসিয়ে নোয়াখালী  থেকে চাঁপাইনবাবগঞ্জগামী যাত্রীবাহী বাসে (ঢাকা-মেট্রো-ব-১৫-৮৫৪০) তল্লাশি চালিয়ে যাত্রীর সিটের নীচ থেকে ১৪ কেজি গাঁজাসহ ওয়াদুদ ও  সোহেলকে গ্রেফতার করা হয়।

নাটোর থানার ওসি মাহবুর রহমান জানান, এ ব্যাপারে নাটোর থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, জেলা পুলিশের মাদক বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে তা আরো  জোরদার করা হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চার্লি কার্ক হত্যায় অভিযুক্ত কে এই টাইলার রবিনসন?
সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে চুক্তিতে পৌঁছেছে লিবিয়া সরকার
উদ্যোক্তা হওয়ার সুযোগ থাকবে এমন আর্থিক ব্যবস্থা গড়ে তুলতে হবে: প্রধান উপদেষ্টা
কুড়িগ্রাম জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
ভারতের ভিডিও বাংলাদেশের বলে অপপ্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট
খাগড়াছড়িতে মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক সমাবেশ
ইউক্রেনে ড্রোন হামলার প্রেক্ষিতে যুদ্ধবিমান মোতায়েন করল রোমানিয়া ও পোল্যান্ড
প্রেস সচিব শফিকুল আলমের নামে ভুয়া মন্তব্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট
ঢাকায় আওয়ামী লীগের ৯ জন গ্রেফতার
সাইবার স্পেসে জুয়া : সর্বোচ্চ ২ বছর কারাদণ্ড
১০