নাটোরে ৪ মণ গাঁজাসহ চারজন গ্রেফতার

বাসস
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৩:২৬

নাটোর, ১৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় পৃথক দুটি অভিযানে চার মণ ১৪ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। আজ রোববার সকালে জেলা গোয়েন্দা পুলিশ শহরের বনবেলঘড়িয়া পশ্চিম বাইপাস এলাকায় বাস ও ট্রাকে তল্লাশি চালিয়ে গাঁজাসহ তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন; চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শেখটোলা মহল্লার মজুর পুত্র মো. লালন (২৫) এবং একই মহল্লার সাইদুর রহমানের পুত্র মো. সাবেরুল ইসলাম শহিদ (৩৫), একই জেলার নাচোল উপজেলার ভগরইল (মধ্যপাড়া)   গ্রামের দুলাল উদ্দীনের পুত্র আব্দুল ওয়াদুদ (২৫) এবং একই এলাকার মৃত বাহার আলীর  পুত্র  মো. ফসের আলী  সোহেল (২৯)।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল শহরের বনবেলঘরিয়া পশ্চিম বাইপাসে ভোর সাড়ে পাঁচটায় চেকপোস্ট বসিয়ে ঢাকা  থেকে চাঁপাইনবাবগঞ্জগামী একটি ট্রাকে (ঢাকা-মেট্রো-ট-১৫-০২২৭) তল্লাশি চালায়। এ সময় প্লাস্টিকের ক্যারেটে ৪ মণ গাঁজা পাওয়া যায়। গাঁজাসহ লালন ও শহিদকে  গ্রেফতার করা হয়।

একই এলাকায় আজ সকাল সাড়ে ছয়টার দিকে চেকপোস্ট বসিয়ে নোয়াখালী  থেকে চাঁপাইনবাবগঞ্জগামী যাত্রীবাহী বাসে (ঢাকা-মেট্রো-ব-১৫-৮৫৪০) তল্লাশি চালিয়ে যাত্রীর সিটের নীচ থেকে ১৪ কেজি গাঁজাসহ ওয়াদুদ ও  সোহেলকে গ্রেফতার করা হয়।

নাটোর থানার ওসি মাহবুর রহমান জানান, এ ব্যাপারে নাটোর থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, জেলা পুলিশের মাদক বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে তা আরো  জোরদার করা হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পুলিশে ২৭৩ জন উপ-পরিদর্শককে পরিদর্শক পদে পদোন্নতি
গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি প্রধান সমন্বয়কারী ও আবুল হাসান রুবেল নির্বাহী সমন্বয়কারী নির্বাচিত
৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন
এডিবির স্বাধীন মূল্যায়নে বাণিজ্য অর্থায়নের সাফল্য তুলে ধরা হয়েছে
স্পেনে বন্যাদুর্গত অঞ্চলের নেতার পদত্যাগের ঘোষণা
গোপনে পারমাণবিক পরীক্ষা চালিয়েছে রাশিয়া ও চীন : ট্রাম্প
চট্টগ্রামকে টেকসই পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: চসিক মেয়র 
১৮ বছর পর পাকিস্তানের মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের মিশন দক্ষিণ আফ্রিকার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, প্রথম দফায় ২৩৭ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
সংঘর্ষ পূর্ব দিকে ছড়িয়ে পড়ায় দারফুর থেকে হাজারো মানুষ পালিয়েছে: জাতিসংঘ
১০