নাটোরে ৪ মণ গাঁজাসহ চারজন গ্রেফতার

বাসস
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৩:২৬

নাটোর, ১৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় পৃথক দুটি অভিযানে চার মণ ১৪ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। আজ রোববার সকালে জেলা গোয়েন্দা পুলিশ শহরের বনবেলঘড়িয়া পশ্চিম বাইপাস এলাকায় বাস ও ট্রাকে তল্লাশি চালিয়ে গাঁজাসহ তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন; চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শেখটোলা মহল্লার মজুর পুত্র মো. লালন (২৫) এবং একই মহল্লার সাইদুর রহমানের পুত্র মো. সাবেরুল ইসলাম শহিদ (৩৫), একই জেলার নাচোল উপজেলার ভগরইল (মধ্যপাড়া)   গ্রামের দুলাল উদ্দীনের পুত্র আব্দুল ওয়াদুদ (২৫) এবং একই এলাকার মৃত বাহার আলীর  পুত্র  মো. ফসের আলী  সোহেল (২৯)।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল শহরের বনবেলঘরিয়া পশ্চিম বাইপাসে ভোর সাড়ে পাঁচটায় চেকপোস্ট বসিয়ে ঢাকা  থেকে চাঁপাইনবাবগঞ্জগামী একটি ট্রাকে (ঢাকা-মেট্রো-ট-১৫-০২২৭) তল্লাশি চালায়। এ সময় প্লাস্টিকের ক্যারেটে ৪ মণ গাঁজা পাওয়া যায়। গাঁজাসহ লালন ও শহিদকে  গ্রেফতার করা হয়।

একই এলাকায় আজ সকাল সাড়ে ছয়টার দিকে চেকপোস্ট বসিয়ে নোয়াখালী  থেকে চাঁপাইনবাবগঞ্জগামী যাত্রীবাহী বাসে (ঢাকা-মেট্রো-ব-১৫-৮৫৪০) তল্লাশি চালিয়ে যাত্রীর সিটের নীচ থেকে ১৪ কেজি গাঁজাসহ ওয়াদুদ ও  সোহেলকে গ্রেফতার করা হয়।

নাটোর থানার ওসি মাহবুর রহমান জানান, এ ব্যাপারে নাটোর থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, জেলা পুলিশের মাদক বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে তা আরো  জোরদার করা হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শহিদুল আলম বাংলাদেশের অবিচল মনোবলের এক উজ্জ্বল প্রতীক : প্রধান উপদেষ্টা
নৌপরিবহন উপদেষ্টার সাথে আইএমও’র মহাসচিবের বৈঠক
ঢাবিতে অনুষ্ঠিত হলো  দুই দিনব্যাপী  জাতীয় বিতর্ক উৎসব
আইনজীবী ফোরামের নেতাদের সঙ্গে পিরোজপুর জেলা বিএনপির মতবিনিময়
ডিএমপির বিশেষ অভিযানে ১৪ জন গ্রেফতার
কন্যাশিশু নির্যাতন ও সহিংসতা থেকে উত্তরণে ১১টি সুপারিশ তুলে ধরেছে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম
ট্রাফিক আইন লঙ্ঘনে গত চার দিনে ডিএমপির ৫,০৯৯টি মামলা
মহানবী (সা.)-এর সীরাতের প্রামাণ্য উপস্থাপন মানুষের অন্তরে প্রোথিত থাকবে : ধর্ম উপদেষ্টা
আয়ারল্যান্ড সিরিজের সূচি প্রকাশ
জাতীয় নিরাপত্তা উপদেষ্টার যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক 
১০