নড়াইলে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

বাসস
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৪৩
আসন্ন দুর্গাপূজা উদযাপন উপলক্ষে রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। ছবি : বাসস

নড়াইল, ১৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : আসন্ন দুর্গাপূজা উদযাপন উপলক্ষে জেলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

জেলা প্রশাসনের আয়োজনে আজ দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. রবিউল ইসলাম, স্থানীয় সরকার বিভাগ নড়াইলের উপ-পরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু রিয়াদ, কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুজ্জামান, আনসার ও ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট মো. নুরুল আবছার, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. মিজানুর রহমান, জেলা তথ্য কর্মকর্তা মো. রোস্তম আলী, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শিরীণ আক্তার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্ট্রান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুকেশ সাহা আনন্দ,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা কমিটির সভাপতি এ্যাড. পংকজ বিহারী ঘোষ অন্ন, নড়াইল প্রেসক্লাবের সহ-সভাপতি সুলতান মাহমুদ প্রমুখ। 

অনুষ্ঠানে জানানো হয়, জেলার তিন উপজেলায় মোট ৫২৪টি মণ্ডপে এবার অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গোৎসব। এর মধ্যে নড়াইল পৌরসভায় ৩৮টিসহ সদর উপজেলায় মোট ২৩৯টি মণ্ডপে, লোহাগড়া উপজেলায় ১৪৪টি মণ্ডপে ও কালিয়া উপজেলায় ১৪১টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে।

দুর্গাপূজা শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ মণ্ডপকে সিসি ক্যামেরার আওতায় আনা, মণ্ডপ ঘিরে প্রবেশদ্বার নির্মাণ ও স্থানীয়ভাবে স্বেচ্ছাসেবক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।প্রতিটি মণ্ডপে পূজা চালাকালীন সময়ে আনসার-ভিডিপি সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। অনাকাঙ্খিত ঘটনা এড়াতে পুলিশের পাশাপাশি অন্য আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে নিরাপত্তা জোরদার করা হবে বলে জানানো হয় সভায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শহিদুল আলম বাংলাদেশের অবিচল মনোবলের এক উজ্জ্বল প্রতীক : প্রধান উপদেষ্টা
নৌপরিবহন উপদেষ্টার সাথে আইএমও’র মহাসচিবের বৈঠক
ঢাবিতে অনুষ্ঠিত হলো  দুই দিনব্যাপী  জাতীয় বিতর্ক উৎসব
আইনজীবী ফোরামের নেতাদের সঙ্গে পিরোজপুর জেলা বিএনপির মতবিনিময়
ডিএমপির বিশেষ অভিযানে ১৪ জন গ্রেফতার
কন্যাশিশু নির্যাতন ও সহিংসতা থেকে উত্তরণে ১১টি সুপারিশ তুলে ধরেছে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম
ট্রাফিক আইন লঙ্ঘনে গত চার দিনে ডিএমপির ৫,০৯৯টি মামলা
মহানবী (সা.)-এর সীরাতের প্রামাণ্য উপস্থাপন মানুষের অন্তরে প্রোথিত থাকবে : ধর্ম উপদেষ্টা
আয়ারল্যান্ড সিরিজের সূচি প্রকাশ
জাতীয় নিরাপত্তা উপদেষ্টার যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক 
১০