চট্টগ্রামে বাঁশখালীর সাবেক উপজেলা চেয়ারম্যান খোরশেদ গ্রেফতার

বাসস
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৫৩
খোরশেদ আলম। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম, ১৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সহিংসতা ও অগ্নিসংযোগের একাধিক মামলার আসামি বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদ আলমকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ রোববার কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল শনিবার রাতে নগরীর চেরাগী পাহাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদ আলমের বিরুদ্ধে গত বছর ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলা, সহিংসতার নেতৃত্ব দেওয়া এবং হাসপাতালে অগ্নিসংযোগের অভিযোগে অন্তত ছয়টি মামলা রয়েছে। মামলার পর থেকেই তিনি পলাতক ছিলেন।

২০২৪ সালের ৫ জুন খোরশেদ আলম বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। পরে ২০২৪ সালের ১৮ আগস্ট স্থানীয় সরকার মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে উপজেলা চেয়ারম্যানের পদ থেকে অপসারণ করে।

বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম বলেন, কোতোয়ালী থানা পুলিশ তাকে একটি মামলায় গ্রেফতার করেছে। তাকে আদালতে তোলা হলে বাঁশখালী থানার মামলাতেও গ্রেফতার দেখানোর জন্য আবেদন করা হবে এবং রিমান্ড চাওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি প্রধান সমন্বয়কারী ও আবুল হাসান রুবেল নির্বাহী সমন্বয়কারী নির্বাচিত
৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন
এডিবির স্বাধীন মূল্যায়নে বাণিজ্য অর্থায়নের সাফল্য তুলে ধরা হয়েছে
স্পেনে বন্যাদুর্গত অঞ্চলের নেতার পদত্যাগের ঘোষণা
গোপনে পারমাণবিক পরীক্ষা চালিয়েছে রাশিয়া ও চীন : ট্রাম্প
চট্টগ্রামকে টেকসই পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: চসিক মেয়র 
১৮ বছর পর পাকিস্তানের মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের মিশন দক্ষিণ আফ্রিকার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, প্রথম দফায় ২৩৭ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
সংঘর্ষ পূর্ব দিকে ছড়িয়ে পড়ায় দারফুর থেকে হাজারো মানুষ পালিয়েছে: জাতিসংঘ
লক্ষ্মীপুরে ডাকাত দলের প্রধান বাশার গ্রেপ্তার
১০