মেহেরপুর, ১৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সম্পর্কিত সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার সাড়ে ১২ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম ।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা. আবু সাঈদ, সদর উপজেলা নিবার্হী অফিসার খাইরুল ইসলাম, মুজিবনগর উপজেলা নিবার্হী অফিসার পলাশ মন্ডল, গাংনী উপজেলা নিবার্হী অফিসার আনোয়ার হোসেন, ইসলামীক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ জে এম সিরাজুম মুনির, জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ্ আল মামুন, পুলিশ সুপারের প্রতিনিধি মো. রাসেল, জেলা ইমাম সমিতির সভাপতি মো. রোকনুজ্জামান, পূজা উদযাপন কমিটির আহ্বায়ক বাপ্পি পাল, বকুলতলা পূজা মণ্ডপের সভাপতি অনন্ত হালদার, মোনাখালি পূজা মণ্ডপের সভাপতি নিরঞ্জন কর্মকার প্রমুখ ।
জেলায় ৩৯ টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে সদর উপজেলায় ১৪ টি, মুজিবনগর উপজেলায় ৭ টি এবং গাংনী উপজেলায় ১৮ টি।
সভায় সিদ্ধান্ত হয়, পূজা মণ্ডপের আশে পাশে কোন মেলা বসবে না এবং উচ্চস্বরে মাইক না বাজানোর জন্য বলা হয়।
মণ্ডপগুলোতে পুলিশ, আনসার, স্বেচ্ছাসেবক মোতায়েন থাকবে। এছাড়া পুলিশ টহল দিবে।