কাতারে জরুরি আরব-ইসলামিক সম্মেলনে যোগ দিলেন তৌহিদ

বাসস
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২০:৪৪ আপডেট: : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১:০৩
ছবি : বাসস

ঢাকা, ১৪ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন কাতারের দোহায় অনুষ্ঠিত জরুরি যৌথ আরব-ইসলামিক সম্মেলনের প্রস্তুতিমূলক বৈঠকে যোগ দিয়েছেন। কাতারে হামাস নেতাদের লক্ষ্য করে ইসরাইলি বিমান হামলার পরিপ্রেক্ষিতে এ সম্মেলনটি ডাকা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বলা হয়, কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানি বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠকে মূল বক্তব্য দেন ইসলামি সহযোগিতা সংস্থা (আইওসি)’র  মহাসচিব হুসেইন ইব্রাহিম তাহা এবং আরব লীগের মহাসচিব আহমেদ আবুল গাইত।

দুই দিনব্যাপী এ সম্মেলন আনুষ্ঠানিকভাবে শুরু হবে আগামীকাল। গাজায় চলমান ইসরাইলি সংঘাত নিরসনে কাতার যুক্তরাষ্ট্র ও মিসরের সঙ্গে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। অক্টোবর ২০২৩ থেকে এ পর্যন্ত গাজায় ইসরাইলি আগ্রাসনে ৬৪ হাজার ৮০০-রও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

সম্মেলনে ইসরাইলি হামলা নিয়ে একটি খসড়া প্রস্তাব গৃহীত হবে বলে আশা করা হচ্ছে, যা আরব ও ইসলামি দেশগুলোর ঐক্যবদ্ধ অবস্থানকে প্রতিফলিত করবে।

উপদেষ্টা তৌহিদ হোসেন বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। আজ সকালে তিনি কাতারে পৌঁছেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এম ফরহাদুল ইসলাম, আইওসিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এমজেএইচ জাবেদ এবং কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ হাজরত আলী খান।

এর আগে চলতি সপ্তাহে বাংলাদেশ স্পষ্টভাবে কাতারে ইসরাইলি বিমান হামলার নিন্দা জানিয়েছে এবং বলেছে, এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের লঙ্ঘন।

পররাষ্ট্র মন্ত্রণালয় আবারও কাতারের প্রতি বাংলাদেশের অকুণ্ঠ সংহতি ব্যক্ত করেছে এবং অঞ্চলটির সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার গুরুত্বের ওপর জোর দিয়েছে।
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রবাসীদের ভোটাধিকার দেয়ায় ইসিকে তারেক রহমানের ধন্যবাদ
বিনিয়োগ সহজীকরণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে
গুপ্ত স্বৈরাচার ওত পেতে আছে, ঐক্যবদ্ধ হোন: তারেক রহমান
রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেফতার ১৪
সরকার সকলক্ষেত্রে নারী উন্নয়নে গুরুত্ব দিচ্ছে: গণযোগাযোগ অধিদপ্তরের ডিজি
নতুন ও সম্ভাবনাময় স্টার্ট-আপদের আইডিয়া প্রকল্পের কো-ওয়ার্কিং স্পেস ব্যবহারের আহ্বান ফয়েজ আহমদ তৈয়্যবের
বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার 
জনগণের সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব: ডিএনসিসি প্রশাসক
গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন প্রধান উপদেষ্টাকেই করতে হবে: হাসনাত আব্দুল্লাহ
দেশের সর্বশ্রেষ্ঠ শক্তি তরুণ প্রজন্ম: বাসস চেয়ারম্যান
১০