রাজবাড়ীতে জেলা এনজিও বিষয়ক সমন্বয় সভা

বাসস
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৩৬
রাজবাড়ীতে জেলা এনজিও বিষয়ক সমন্বয় সভা। ছবি: বাসস

রাজবাড়ী, ১৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): রাজবাড়ীতে এনজিও বিষয়ক সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে সভায় এনজিও বিষয়ক কর্মকর্তারা তাদের কার্যক্রমের বিবরণ তুলে ধরেন।

এর মধ্যে এনজিও পরিচালিত দুর্যোগ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, নদী ভাঙন প্রতিরোধ, বৃক্ষরোপণ কার্যক্রম, প্রাথমিক শিক্ষা, স্যানিটেশন, সুপেয় পানি সরবরাহ, সংক্রমিত রোগ প্রতিরোধ এবং পৌর সভার ৬ ওয়ার্ডের পয়ঃনিষ্কাশন বিষয়ে আলোচনা।

জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, জেলায় যে সব এনজিও কাজ করছে সেগুলো নাম, কাজের ধরন, সফলতা ও ব্যর্থতা বিষয়ে আমাদের জানাতে হবে। এ ফোরামে তাদের সমস্যা এবং সমাধান নিয়ে আলোচনা করা হবে।  

সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সংকর চন্দ্র বৈদ্য, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. তবিবর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান, এনজিও ফেডারেশনের জেলা সভাপতি মো. লুৎফর রহমান, সেক্রেটারি মতিউর রহমান। এ সময় জেলার প্রায় ৫৫টি এনজিও সংগঠনের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকায় অতিরিক্ত শব্দসৃষ্টিকারী যানবাহনে জরিমানা আদায়
আলজেরিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত নেতৃবৃন্দ
উত্তরায় ‘জুলাই যোদ্ধা‘র মৃতদেহ উদ্ধার
জাতীয় ঐকমত্য কমিশনের কাজ সফলভাবে শেষ হওয়ায় প্রধান উপদেষ্টার অভিনন্দন
ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপির ১৭০৯ মামলা
১৫০০ রানার নিয়ে কক্সবাজার ম্যারাথন প্রতিযোগিতা সম্পন্ন
গ্রিসে বন্দুকধারীর গুলিতে নিহত ২
প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ, নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা
তুরস্ক থেকে ৫ লক্ষাধিক সিরীয় দেশে ফিরেছে : আঙ্কারা
নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বৃদ্ধিতে খুলনায় প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
১০