চট্টগ্রামে তালিকাভুক্ত সন্ত্রাসী জাহাঙ্গীর মাঝি গ্রেফতার

বাসস
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০৩
প্রতীকী ছবি

চট্টগ্রাম, ১৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): নগরীতে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও মাদক কারবারি জাহাঙ্গীর মাঝিকে গ্রেফতার করেছে সেনাবাহিনীর টাস্কফোর্স।

সোমবার (১৫ সেপ্টেম্বর) নগরীর সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিম জানান, রোববার দিবাগত রাতে নগরীর পূর্ব মাদারবাড়ি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী টাস্কফোর্স-৪ (৩৪ কনস্ট্রাকশন ব্রিগেড) বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করেছে।

অভিযানে জাহাঙ্গীর মাঝির সঙ্গে আরও কয়েকজন চিহ্নিত দুষ্কৃতকারীও ধরা পড়ে। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র এবং ১ হাজার ৮০০ পিস ইয়াবা জব্দ করা হয়। তবে তাৎক্ষণিকভাবে আটক অন্যদের পরিচয় জানা যায়নি।

টাস্কফোর্স সূত্র জানায়, দীর্ঘদিন ধরে জাহাঙ্গীর মাঝি সদরঘাটসহ আশপাশের এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি ও মাদক ব্যবসায় জড়িত ছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারির কারণে সে আত্মগোপনে থাকলেও গোপন তথ্যের ভিত্তিতে অবশেষে তাকে গ্রেফতার করা সম্ভব হয়।

অভিযান শেষে আটক ব্যক্তিদের এবং উদ্ধারকৃত অস্ত্র ও মাদক আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ওসি আবদুর রহিম জানান, যৌথ অভিযানে জাহাঙ্গীর মাঝিকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকায় অতিরিক্ত শব্দসৃষ্টিকারী যানবাহনে জরিমানা আদায়
আলজেরিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত নেতৃবৃন্দ
উত্তরায় ‘জুলাই যোদ্ধা‘র মৃতদেহ উদ্ধার
জাতীয় ঐকমত্য কমিশনের কাজ সফলভাবে শেষ হওয়ায় প্রধান উপদেষ্টার অভিনন্দন
ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপির ১৭০৯ মামলা
১৫০০ রানার নিয়ে কক্সবাজার ম্যারাথন প্রতিযোগিতা সম্পন্ন
গ্রিসে বন্দুকধারীর গুলিতে নিহত ২
প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ, নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা
তুরস্ক থেকে ৫ লক্ষাধিক সিরীয় দেশে ফিরেছে : আঙ্কারা
নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বৃদ্ধিতে খুলনায় প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
১০