বগুড়ায় বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি করায় জরিমানা

বাসস
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০৫
বগুড়ার গাবতলীর একটি বেকারীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুতের প্রেক্ষিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালিত হয়। ছবি : বাসস

বগুড়া, ১৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত এবং পণ্যে সঠিক তথ্য না দেওয়াসহ একাধিক অপরাধে বগুড়ার গাবতলীতে স্নিগ্ধ বেকারিকে ৩০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। 

আজ সোমবার বেলা ১২ টার দিকে উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নে এই অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বগুড়া কার্যালয়। 

জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শামীম আহমেদ জানান, বেকারিটিতে অভিযান চালিয়ে দেখা যায়, অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি হচ্ছে। কর্মচারীরা তৈরি করা খাদ্য মাটিতে ফেলে রেখেছিল। এছাড়া কেক তৈরির সময় কালিযুক্ত খবরের কাগজ ব্যবহার করা হচ্ছিল। আরও দেখা যায়, প্রতিষ্ঠানটি তাদের উৎপাদিত পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ করেনি। এ ছাড়া এ প্রতিষ্ঠানের খাদ্যপণ্যে নিষিদ্ধ স্যাকারিন মেশানো হচ্ছিল, যা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলে জানান, সহকারী পরিচালক। 

এসব অপরাধে স্নিগ্ধ বেকারিকে ৩০,০০০ টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়েছে।

অভিযান পরিচালনায় সহযোগিতা করেন, ক্যাবের সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেসা ফৌজিয়া এবং জেলা পুলিশের একটি দল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকায় অতিরিক্ত শব্দসৃষ্টিকারী যানবাহনে জরিমানা আদায়
আলজেরিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত নেতৃবৃন্দ
উত্তরায় ‘জুলাই যোদ্ধা‘র মৃতদেহ উদ্ধার
জাতীয় ঐকমত্য কমিশনের কাজ সফলভাবে শেষ হওয়ায় প্রধান উপদেষ্টার অভিনন্দন
ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপির ১৭০৯ মামলা
১৫০০ রানার নিয়ে কক্সবাজার ম্যারাথন প্রতিযোগিতা সম্পন্ন
গ্রিসে বন্দুকধারীর গুলিতে নিহত ২
প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ, নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা
তুরস্ক থেকে ৫ লক্ষাধিক সিরীয় দেশে ফিরেছে : আঙ্কারা
নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বৃদ্ধিতে খুলনায় প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
১০