‘জাতীয় সমবায়’ পুরস্কারের মনোনয়ন আহ্বান ১০ ক্যাটাগরিতে

বাসস
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৪২

ঢাকা, ১৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ জাতীয় সমবায় পুরস্কার, ২০২৪ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।

এই উপলক্ষ্যে ১০টি ক্যাটাগরিতে ১৪টি জাতীয় সমবায় পুরস্কার প্রদান করা হবে।

এর মধ্যে ১০টি শ্রেণি/ক্যাটাগরিতে ১০টি সমবায় সমিতিকে এবং ৪ জন সমবায়ীকে (২জন পুরুষ, ২জন মহিলা) ২০২৪ সালের সমবায় পুরস্কার প্রদানের জন্য মনোনীত করা হবে।

গত ৮ সেপ্টেম্বর সমবায় অধিদপ্তরে নিবন্ধক ও মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মুনিমা হাফিজ স্বাক্ষরিত পত্রে এতথ্য জানানো হয়।

সমবায় সমিতির শ্রেণি/ক্যাটাগরিসমূহ হল- ১.কৃষিভিত্তিক/সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় ২. সঞ্চয় ও ঋণদান/ক্রেডিট সমবায় ৩. উৎপাদনমুখী সমবায় ৪. ব্যবসায়ী সমবায় ৫. মুক্তিযোদ্ধা সমবায় ৭. মহিলা সমবায়  ৮. পেশাভিত্তিক সমবায় ৯. গৃহায়ন বা বহুমুখী সমবায় এবং ১০. বিশেষ ও অন্যান্য শ্রেণি
আবেদন করার জন্য আবেদন ফরম প্রাপ্তিস্থান পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ওয়েবসাইট www.rded.gov.bd সমবায় অধিদপ্তরের ওয়েবসাইট www.coop.gov.bd বিভাগীয় সমবায় কার্যালয়, জেলা ও উপজেলা সমবায় দপ্তরসমূহের ওয়েব পোর্টালে ৮ সেপ্টেম্বরের হতে পাওয়া যাবে।

সমবায়ী এবং সমবায় সমিতির প্রতিনিধিকে নিজ উদ্যোগে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন ফরম পূরণপূর্বক অনলাইনে অথবা হার্ডকপি উপজেলা সমবায় কার্যালয়ে ১৬ সেপ্টেম্বরের তারিখের মধ্যে জমা দিতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই জাদুঘর বিশ্বব্যাপী মডেল হিসেবে কাজ করবে : আইসেস্কো মহাপরিচালক
অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা গ্রেফতার
নারীর ক্ষমতায়ন বাস্তব নেতৃত্ব ও প্রতিনিধিত্বের মাধ্যমে প্রতিফলিত হতে হবে: শ্রম উপদেষ্টা
নৌবাহিনীর যৌথ অভিযানে খুলনায় আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী আটক
ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশি : আমীর খসরু
অহিংস আর মঙ্গলবারতায় চট্টগ্রামের আকাশে উড়ল প্রবারণার ফানুস
রাস্তা দখল ও হাসপাতালে চুরির ঘটনায় ৭ জনের কারাদণ্ড
জাতীয় পেনশন কর্তৃপক্ষের কার্যক্রম আরও শক্তিশালী করার উদ্যোগ
ইসি-মিডিয়া সংলাপ : স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের আহ্বান
খুলনায় যুব মহিলা লীগ সভাপতি তুলি গ্রেফতার
১০