গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় এক শ্রমিক নিহত, আহত ৩

বাসস
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৪৯

গাইবান্ধা, ১৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): জেলার সদর উপজেলায় পণ্যবোঝাই ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কায় একজন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।  

রোববার রাতে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলশীঘাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত ব্যক্তির নাম রিপন মিয়া (৩০)। তিনি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামের মাহাফুজার রহমানের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, রাত ১০টার দিকে বাজারের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে রাস্তার পাশে কয়েকজন শ্রমিক একটি ট্রাকে পণ্য বোঝাই করছিলেন। এরই মধ্যে ঢাকাগামী কাজী লাইনস নামের একটি যাত্রীবাহী বাস পণ্যবোঝাই ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে এক শ্রমিক নিহত এবং তিনজন আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। এছাড়া আহত শ্রমিকদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠায়। 

তথ্য নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুল ইসলাম তালুকদার বলেন, ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে। পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নতুন কুঁড়ি প্রতিযোগিতা বাস্তবায়নে রাজশাহী বিভাগীয় সমন্বয় সভা 
সারা দেশে ৩ হাজার ৪৭৫ জন নার্স নিয়োগ চূড়ান্ত করে পদায়ন করা হয়েছে : স্বাস্থ্য সচিব
গেটস ফাউন্ডেশনের সহায়তায় ইন্টারঅপারেবল পেমেন্ট সিস্টেম চালু করবে বাংলাদেশ ব্যাংক
চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় যুবক নিহত
সাতক্ষীরায় ডোবায় পড়ে শিশুর মৃত্যু
মাইলস্টোন ট্রাজেডি : বার্ন ইনস্টিটিউট থেকে ছাড়পত্র পেয়েছেন আরও একজন শিক্ষার্থী 
ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকীর পাশে দাঁড়ালেন তারেক রহমান
ফেনীতে তরুণ নেতৃত্ব বিকাশে প্রশিক্ষণ
নীলফামারীতে কমেছে তিস্তার পানি
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি
১০