গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় এক শ্রমিক নিহত, আহত ৩

বাসস
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৪৯

গাইবান্ধা, ১৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): জেলার সদর উপজেলায় পণ্যবোঝাই ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কায় একজন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।  

রোববার রাতে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলশীঘাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত ব্যক্তির নাম রিপন মিয়া (৩০)। তিনি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামের মাহাফুজার রহমানের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, রাত ১০টার দিকে বাজারের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে রাস্তার পাশে কয়েকজন শ্রমিক একটি ট্রাকে পণ্য বোঝাই করছিলেন। এরই মধ্যে ঢাকাগামী কাজী লাইনস নামের একটি যাত্রীবাহী বাস পণ্যবোঝাই ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে এক শ্রমিক নিহত এবং তিনজন আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। এছাড়া আহত শ্রমিকদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠায়। 

তথ্য নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুল ইসলাম তালুকদার বলেন, ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে। পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকায় অতিরিক্ত শব্দসৃষ্টিকারী যানবাহনে জরিমানা আদায়
আলজেরিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত নেতৃবৃন্দ
উত্তরায় ‘জুলাই যোদ্ধা‘র মৃতদেহ উদ্ধার
জাতীয় ঐকমত্য কমিশনের কাজ সফলভাবে শেষ হওয়ায় প্রধান উপদেষ্টার অভিনন্দন
ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপির ১৭০৯ মামলা
১৫০০ রানার নিয়ে কক্সবাজার ম্যারাথন প্রতিযোগিতা সম্পন্ন
গ্রিসে বন্দুকধারীর গুলিতে নিহত ২
প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ, নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা
তুরস্ক থেকে ৫ লক্ষাধিক সিরীয় দেশে ফিরেছে : আঙ্কারা
নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বৃদ্ধিতে খুলনায় প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
১০