চট্টগ্রাম, ১৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী ঈগল পরিবহনের বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বউ-শাশুড়িসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো অন্তত পাঁচজন।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম জানান, আজ সোমবার বেলা ১১টা ১০ মিনিটে মহাসড়কের চন্দনাইশ উপজেলার হাসানদণ্ডি পাঠানপোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চন্দনাইশ পৌরসভার ফাতেমা বেগম (৭৫), পুত্রবধু শামিমা আক্তার (৪৫) ও ওষুধ কোম্পানি অপসোনিনের বিক্রয় প্রতিনিধি ময়মনসিংহ জেলার বাসিন্দা মো. শরিফ (২৬)।
এ ঘটনায় গুরুতর আহত অটোরিকশা চালক মাহবুব, পলাশ, রহিম, সাজিদ ও হামিমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈগল পরিবহনের একটি বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই হতাহতের ঘটনা ঘটে। এতে তিনজনই ঘটনাস্থলে মারা গেছেন। আহতদের চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জানান, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাসটিকে পুলিশ জব্দ করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।