টাঙ্গাইলে যুবলীগ নেতা শাহ জনি গ্রেফতার

বাসস
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১০ আপডেট: : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১৪
রোববার রাতে শাহ জনিকে টাঙ্গাইল শহরের যৌনপল্লী থেকে গ্রেপ্তার করা হয়েছে। ছবি: বাসস

টাঙ্গাইল, ১৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলা শহর থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় শহর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ জনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

আজ সোমবার দুপুরে তাকে টাঙ্গাইল আদালতে উঠানো হলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। 

শাহ জনি শহরের আকুর টাকুর পাড়া এলাকার মো. ইসরাফিলের ছেলে।

টাঙ্গাইল সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহম্মেদ বলেন, গতকাল রোববার রাতে শাহ জনিকে টাঙ্গাইল শহরের যৌনপল্লী থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলা রয়েছে। তবে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হয়নি।

তিনি আরো জানান, ২০২৪ সালের ৪ আগস্ট সকাল ১১টায় শহরের বটতলা এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি করে। এ সময় কালিহাতীর চিনামুরা গ্রামের লাল মিয়া গুলিবিদ্ধ হয়। পরে লাল মিয়া বাদী হয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি সম্পাদকসহ ২৩০ জনকে আসামি করে মামলা করেন। মামলায় অজ্ঞাত ১৫০ জন থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে। ওই মামলায় শাহ জনি ৪১ নম্বর আসামি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নতুন কুঁড়ি প্রতিযোগিতা বাস্তবায়নে রাজশাহী বিভাগীয় সমন্বয় সভা 
সারা দেশে ৩ হাজার ৪৭৫ জন নার্স নিয়োগ চূড়ান্ত করে পদায়ন করা হয়েছে : স্বাস্থ্য সচিব
গেটস ফাউন্ডেশনের সহায়তায় ইন্টারঅপারেবল পেমেন্ট সিস্টেম চালু করবে বাংলাদেশ ব্যাংক
চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় যুবক নিহত
সাতক্ষীরায় ডোবায় পড়ে শিশুর মৃত্যু
মাইলস্টোন ট্রাজেডি : বার্ন ইনস্টিটিউট থেকে ছাড়পত্র পেয়েছেন আরও একজন শিক্ষার্থী 
ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকীর পাশে দাঁড়ালেন তারেক রহমান
ফেনীতে তরুণ নেতৃত্ব বিকাশে প্রশিক্ষণ
নীলফামারীতে কমেছে তিস্তার পানি
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি
১০