মাগুরায় তিনটি মিষ্টির দোকানকে জরিমানা

বাসস
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০০
আজ মাগুরায় তিনটি মিষ্টির দোকানকে জরিমানা। ছবি : বাসস

মাগুরা, ১৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): মাগুরার শ্রীপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তিনটি মিষ্টির দোকান মালিককে জরিমানা করা হয়েছে। 

অধিদপ্তরের মাগুরা জেলা কার্যালয় আজ সোমবার বেলা ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত লাঙ্গলবাঁধ বাজারে এ অভিযান পরিচালনা করে।

তথ্য নিশ্চিত করেছেন অভিযান পরিচালনাকারী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। 

তাকে সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমন অধিকারী এবং মাগুরা জেলা পুলিশের একটি টিম। অভিযানে বাজারের বিভিন্ন মিষ্টির দোকান, মুদি দোকান ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান তদারকি করা হয়।

জানা গেছে, অভিযানে মেসার্স বৈশাখি মিষ্টি ঘরে অস্বাস্থ্যকরভাবে দই ও মিষ্টি সংরক্ষণ, মিষ্টির প্যাকেটের অতিরিক্ত ওজন বৃদ্ধি এবং দই-মিষ্টিতে ক্ষতিকর অননুমোদিত নন-ফুডগ্রেড ইন্ডাস্ট্রিয়াল রঙ ব্যবহারের প্রমাণ মেলে। এসব অপরাধে প্রতিষ্ঠানটির মালিক নিতাই চন্দ্র কুণ্ডুকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪২ ও ৪৩ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

মেসার্স কুটুমবাড়ি মিষ্টান্নের মালিক কালাচাঁদ কুণ্ডুকে অস্বাস্থ্যকরভাবে দই-মিষ্টি সংরক্ষণ এবং বাসি খাবার বিক্রির দায়ে ৪৩ ধারায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়। 

এছাড়া মেসার্স কুণ্ডু মিষ্টান্ন ভাণ্ডারের মালিক স্বপন কুমার কুণ্ডুকে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও সংরক্ষণ, মোড়কীকরণে মেয়াদ-মূল্য না দেয়া এবং প্যাকেটের অতিরিক্ত ওজনের কারণে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী পরিচালক সজল আহম্মেদ বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই জাদুঘর বিশ্বব্যাপী মডেল হিসেবে কাজ করবে : আইসেস্কো মহাপরিচালক
অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা গ্রেফতার
নারীর ক্ষমতায়ন বাস্তব নেতৃত্ব ও প্রতিনিধিত্বের মাধ্যমে প্রতিফলিত হতে হবে: শ্রম উপদেষ্টা
নৌবাহিনীর যৌথ অভিযানে খুলনায় আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী আটক
ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশি : আমীর খসরু
অহিংস আর মঙ্গলবারতায় চট্টগ্রামের আকাশে উড়ল প্রবারণার ফানুস
রাস্তা দখল ও হাসপাতালে চুরির ঘটনায় ৭ জনের কারাদণ্ড
জাতীয় পেনশন কর্তৃপক্ষের কার্যক্রম আরও শক্তিশালী করার উদ্যোগ
ইসি-মিডিয়া সংলাপ : স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের আহ্বান
খুলনায় যুব মহিলা লীগ সভাপতি তুলি গ্রেফতার
১০